মধ্যযুগীয় বর্বরতা: অসমে ডাইনি অপবাদে শিরশ্ছেদ করা হল প্রৌঢ়ার

Updated By: Jul 21, 2015, 12:14 PM IST
 মধ্যযুগীয় বর্বরতা: অসমে ডাইনি অপবাদে শিরশ্ছেদ করা হল প্রৌঢ়ার

ওয়েব ডেস্ক: মধ্যযুগীয় নির্মমতার সাক্ষী থাকল এবার অসম। ডাইনি অপবাদে এক প্রৌঢ়ার শিরশ্ছেদ করল সে রাজ্যের একটি গ্রামের গ্রামবাসীরা। হাড়হিম করা এই ঘটনাটি ঘটেছে অসমের সোনিতপুর জেলায়।

সুপারিনটেনডেন্ট অফ পুলিস বিশ্বনাথ চারিয়ালি জানিয়েছেন, মোনি ওরাং নামের বছর ষাটের ওই মহিলাকে ভিমাজুলি গ্রামে তাঁর বাড়ি থেকে টেনে বার করার পর তাঁর উপর হামলা চালানো হয়। মোনি ওরাংয়ের বিরুদ্ধে ডাইনি বিদ্যা চর্চার 'অভিযোগ' আনা হয়েছিল।

প্রাথমিক তদন্তে জানা গেছে ওই গ্রামেরই এক দম্পতি অনান্য গ্রামবাসীকে মোনি ওরাংয়ের বিরুদ্ধে খেপিয়ে তোলে। ধারালো অস্থ দিয়ে ওই প্রৌঢ়ার শিরশ্ছেদ করার আগে তাঁকে বেধরক মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস পৌঁছাতে গেলে তাদের বাধা দেয় গ্রামবাসীরা।

অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিস সামাদ হুসেনের নেতৃত্বে পুলিসের একটি দল কোনও রকমে উন্মত্ত জনতাকে হটিয়ে মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ঘাতক অস্ত্রটিও।

 

.