অসমে এখনও অশান্তির আগুন, চলছে বনধ

উত্তাপ এতটুকু কমেনি অসমে। আজ কয়েকটি সংগঠনের ডাকা বনধে উত্তেজনা ছড়িয়েছে বিভিন্ন এলাকায়। এদিকে এনডিএফবির সম্বিজিত্ গোষ্ঠীর জঙ্গিদের মোকাবিলায় গতকাল রাত থেকেই সেনা নামানো হয়েছে। অসম-অরুণাচল সীমানা এলাকার দিকে এগোচ্ছে সেনা। সঙ্গে রয়েছে আধা সামরিক বাহিনী। অরুণাচলের দিক থেকেও একই ভাবে অভিযান চালাচ্ছেন সেনা জওয়ানরা। কোকড়াঝাড়, শোনিতপুরের সন্ত্রাস কবলিত এলাকাগুলিতে সেনাবাহিনী রুট মার্চ শুরু করেছে।

Updated By: Dec 26, 2014, 02:52 PM IST
অসমে এখনও অশান্তির আগুন, চলছে বনধ

গুয়াহাটি: উত্তাপ এতটুকু কমেনি অসমে। আজ কয়েকটি সংগঠনের ডাকা বনধে উত্তেজনা ছড়িয়েছে বিভিন্ন এলাকায়। এদিকে এনডিএফবির সম্বিজিত্ গোষ্ঠীর জঙ্গিদের মোকাবিলায় গতকাল রাত থেকেই সেনা নামানো হয়েছে। অসম-অরুণাচল সীমানা এলাকার দিকে এগোচ্ছে সেনা। সঙ্গে রয়েছে আধা সামরিক বাহিনী। অরুণাচলের দিক থেকেও একই ভাবে অভিযান চালাচ্ছেন সেনা জওয়ানরা। কোকড়াঝাড়, শোনিতপুরের সন্ত্রাস কবলিত এলাকাগুলিতে সেনাবাহিনী রুট মার্চ শুরু করেছে।

গতকালই দিল্লি ফিরে যাওয়ার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দেন, এনডিএফবির সম্বিজিত্‍ গোষ্ঠীর সঙ্গে কোনও আলোচনা নয়। গোয়েন্দাদের অনুমান, ভূটানে পালিয়ে যেতে পারে জঙ্গিরা। সে কারণে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। অসম পুলিসের তরফে যোগাযোগ রাখা হচ্ছে ভুটান সরকারের সঙ্গে।  

 

.