মধ্যপ্রদেশে কৃষকদের ক্ষোভ ভোগাতে পারে শিবরাজ সিং চৌহানকে

রাজ্যে মোট আসন ২৩০।এর মধ্যে বিজেপির দখলে রয়েছে ১৬৫ আসন। কংগ্রেস ৫৮ ও বসপা ৪ আসন অন্যান্য ৩ আসন

Updated By: Nov 2, 2018, 03:54 PM IST
মধ্যপ্রদেশে কৃষকদের ক্ষোভ ভোগাতে পারে শিবরাজ সিং চৌহানকে

নিজস্ব প্রতিবেদন: ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন বিজেপির কাছে সেমি ফাইনাল বলা যেতে পারে। সাম্প্রতিক এক প্রাক নির্বাচনী সমীক্ষা অনুযায়ী রাজ্যে খুব একটা সুবিধায় নেই মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বিজেপি কংগ্রেসের কাছে তাঁর রাজপাট হারাতে পারে এমনটাই বলা হচ্ছে। এরকম এক অবস্থার মধ্যেই লড়াইয়ে নেমেছে বিজেপি ও কংগ্রেস।

আরও পড়ুন-অসমে বাঙালি খুনের তীব্র নিন্দা মমতার, NRC-র জেরেই খুন প্রশ্ন তুললেন মুখ্যমন্

কারা এরাজ্যে প্রচারের মুখ! রাজ্যে প্রচার মূলত হচ্ছে তিন রথীর হাত ধরে। এরা হলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। রাজ্যে যিনি মামা নামে পরিচিত। এছাড়া  রয়েছেন বিরোধী নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও কমলনাথ। জ্যোতিরাদিত্য রাজ্যে কংগ্রেসের প্রচার সম্পাদক। কমলনাথ রাজ্য কংগ্রেস প্রধান।

রাজ্যে মোট আসন ২৩০।এর মধ্যে বিজেপির দখলে রয়েছে ১৬৫ আসন। কংগ্রেস ৫৮ ও বসপা ৪ আসন অন্যান্য ৩ আসন। রাজ্যে এবার মূল ইস্যু কৃষকদের আয় বৃদ্ধি। ২০১৭-২০১৮ সালের মধ্যে বিভিন্ন সময়ে রাজ্যে একাধিকবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন কৃষকরা। এছাড়াও রয়েছে ব্যাপমের মতো ইস্যু। তবে তা কতটা প্রচারের আলোয় আনতে পারে কংগ্রেস সেটাই দেখার। তবে এবার একটা প্রতিষ্ঠান বিরোধী হওয়া কাজ করবে বলেও মনে করছে রাজনৈতিক মহল। একইসঙ্গে বিজেপি যেখানে হিন্দুত্বের তাস প্রকাশ্যেই খেলছে সেখানে নরম হিন্দুকেও হাতিয়ার করতে ছাড়ছে না কংগ্রেস।

আরও পড়ুন-Zee ২৪ ঘণ্টায় প্রথম মুখ খুললেন অসম হত্যাকাণ্ডের একমাত্র প্রত্যক্ষদর্শী

মধ্যপ্রদেশ মূলত কৃষিনির্ভর। ফলে কৃষকদের অসন্তোষ শিবরাজ সিংকে ভোগাতে পারে। রাজ্যে গত কয়েক বছরে ফলের উতপাদন বেড়েছে বিশেষত গমের। তবে তা জাতীয় উতপাদন বৃদ্ধির থেকে অনেক কম। পাশাপাশি রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো যে খুব একটা ভালো নয় তা দেখিয়ে দিচ্ছে নবজাতকের মৃত্যু। রাজ্যে শিশুমৃত্যুর হার হাজারে ৪৭। এক্ষেত্রে জাতীয় হার প্রতি হাজারে ৩৪। এই দুই ইস্যুই মুখ্যমন্ত্রীকে ভোগাতে পারে বলে মনে করা হচ্ছে।

.