Assembly Election 2021, Exit Polls: Assam-এ গেরুয়া ঝড়, কেরলে LDF, তামিলনাড়ুতে পালাবদল, ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়

একধিক বুথ ফেরত সমীক্ষার প্রবণতা থেকে বলা যেতে পারে অসমে(Assam) ফিরছে বিজেপি

Updated By: Apr 29, 2021, 10:10 PM IST
Assembly Election 2021, Exit Polls: Assam-এ গেরুয়া ঝড়, কেরলে LDF, তামিলনাড়ুতে পালাবদল, ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়

নিজস্ব প্রতিবেদন: বাংলার সরকার গঠনে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে একাধিক বুথ ফেরত সমীক্ষা। কয়েকটি সমীক্ষাতে তৃণমূলকে এগিয়ে রাখা হলেও বিজেপির আসনসংখ্যা সম্পর্কে যে ইঙ্গিত দেওয়া হচ্ছে আশঙ্কার কারণ ঘাসফুল শিবিরের। কিন্তু কী হবে আরও তিন রাজ্যে? বুথ ফেরত সমীক্ষা ওইসব রাজ্য নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে?

আরও পড়ুন-করোনা আক্রান্ত Randhir Kapoor, ভর্তি হাসপাতালে

একধিক বুথ ফেরত সমীক্ষার প্রবণতা থেকে বলা যেতে পারে অসমে(Assam) ফিরছে বিজেপি(BJP)। পুদুচেরিতেও গেরুয়া ঝড়ের ইঙ্গিত। তামিলনাড়ুতে বিরোধীদের থেকে অনেকটাই এগিয়ে রাখা হয়েছে ডিএমকে-কে। পাশাপাশি কেরল ক্ষমতায় থাকছে এলডিএফ(LDF)।

কোন সমীক্ষা কী বলছে

অসম(১২৬ আসন)

News 24-Chanakya

বিজেপি-৬১-৭৯
কংগ্রেস জোট-৪৭-৬৫
অন্যান্য-০-৩

India Today-Axis My India

বিজেপি-৭৫-৮৫
কংগ্রেস জোট-৪০-৫০
অন্যান্য-১-০৪

Republic TV-CNX

বিজেপি-৭৪-৮৪
কংগ্রেস জোট-৪০-৫০
অন্যান্য-১-৩

ABP News-C Voter

বিজেপি-৫৮-৭১
কংগ্রেস জোট-৫৩-৬৬
অন্যান্য-১-৫

আরও পড়ুন-কোভিড আক্রান্ত দেশের IVF-র  কিংবদন্তি চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তী

 

পুদুচেরি(৩০ আসন)

Republic-CNX

বিজেপি-১৬-২০
কংগ্রেস-১১-১৩
অন্যান্য-০

তামিলনাড়ু (২৩৪ আসন)

Republic-CNX

এআইএডিএমকে-৫৮-৬৮
ডিএমকে-কংগ্রেস-১৬০-১৭০
অন্যান্য-৪-৮

News 24 -Chanakya

এআইএডিএমকে-৪৬-৬৮
ডিএমকে-কংগ্রেস-১৬৪-১৮৬
অন্যান্য-০-৬

India Today-Axis My India

এআইএডিএমকে-৩৮-৫৪
ডিএমকে-কংগ্রেস-১৭৫-১৯৫
অন্যান্য-০-৫

ABP-C Voter

এআইএডিএমকে-৫৮-৭০
ডিএমকে-কংগ্রেস-১৬-১৭২
অন্যান্য-০-৭

কেরল (১৪০ আসন)

Republic-CNX

এলডিএফ-৭২-৮০
ইউডিএফ-৫৮-৬৪
বিজেপি-১-৫
অন্যান্য-০

India Today-Axis My India

এলডিএফ-১০৪-১২০
ইউডিএফ-২০-৩৬
বিজেপি-০-২
অন্যান্য-০

 

.