‘কংগ্রেসের জয় নয়; মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, ভাবতে বসুক বিজেপি’, কটাক্ষ শিবসেনার

জোটসঙ্গী হওয়া সত্বেও বারবার বিজেপির খুল্লামখুল্লা সমালোচনা করেছে শিবসেনা

Updated By: Dec 11, 2018, 03:15 PM IST
‘কংগ্রেসের জয় নয়; মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, ভাবতে বসুক বিজেপি’, কটাক্ষ শিবসেনার

নিজস্ব প্রতিবেদন: পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল আসতে এখনও বাকী। তবে রাজস্থান ও ছত্তিসগড়ে সরকার গড়ার প্রবল সম্ভাবনা রয়েছে কংগ্রেসের। পাশাপাশি মধ্য প্রদেশকে নিয়ে এখনও দড়ি টানাটানি চলছে। এরকম এক অবস্থায় জোট সঙ্গীর দিকেই বন্দুক তাক করল শিবসেনা।

আরও পড়ুন-মুকুল, জয়প্রকাশদের সঙ্গেই বৈঠক করতে হবে রাজ্যকে, স্পষ্ট জানাল হাইকোর্ট

শিবসেনা মুখপাত্র ও রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত বলেন, পাঁচ রাজ্যের ফলাফল বিজেপিকে একটা সাফ বার্তা দিচ্ছে। এনিয়ে এবার ভাবতে বসা উচিত। সঞ্জয়ের কথায়, ‘এটা বলব না যে এই জয় কংগ্রেসের তবে মানুষের ক্ষোভ এই ফলাফলে প্রকাশ পেয়েছে। এটি একটি সাফ বার্তা। এবার এনিয়ে ভাবা উচিত।‘

বুথ ফেরত সমীক্ষায় আভাস দেওয়া হয়েছিল রাজস্থানে বসুন্ধরা রাজের রাজপাট গুটিয়ে যেতে পারে। রাজ্যের ফল সেদিকেই এগোচ্ছে। পাশাপাশি মধ্যপ্রদেশে বিজেপিকে গড়রক্ষায় বেগ পেতে হবে বলেও আভাস দেওয়া হয়েছিল। অনেকটা সেটাই হয়েছে।

আরও পড়ুন-ফাইনালে কী হতে চলেছে, ইঙ্গিত দিল সেমিফাইনাল: মমতা

এদিকে জোটসঙ্গী হওয়া সত্বেও বারবার বিজেপির খুল্লামখুল্লা সমালোচনা করেছে শিবসেনা। আগামী লোকসভা নির্বাচনে তারা বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়াই করবে না বলেও জানিয়ে দিয়েছে। খোদ অমিত শাহ গিয়েও তাদের রাজি করাতে পারেননি।   

 

.