খাদে স্কুলবাস উল্টে হিমাচল প্রদেশে মৃত ২৬

রাস্তা থেকে প্রায় ২০০ ফুট নিচে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২০ জন ছাত্রের। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও কয়েকজনের মৃত্যু হয়।

Updated By: Apr 9, 2018, 08:07 PM IST
খাদে স্কুলবাস উল্টে হিমাচল প্রদেশে মৃত ২৬

নিজস্ব প্রতিবেদন : খাদে স্কুলবাস উল্টে মৃত্যু হল কমপক্ষে ২৬ জনের। তাদের মধ্যে বেশিরভাগই ছাত্র। ঘটনায় আহত হয়েছে আরও ২৫ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশ-পঞ্জাব সীমান্তের কাংড়া জেলার নুরপুর এলাকায়। দুর্ঘটনার পর সেখানে শুরু হয়েছে উদ্ধারকাজ।

জানা গেছে, সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ স্থানীয় একটি স্কুল থেকে ছাত্র ও শিক্ষক-শিক্ষিকা মিলে ৬০ জনকে নিয়ে রওনা দেয় বাসটি। নুরপুর এলাকায় বাসটি পৌঁছতেই, হঠাত্ নিয়ন্ত্রণ হারান চালক। সরু একটি বাঁকে গিয়ে অবশেষে বাসটি খাদে উল্টে যায়। পুলিস জানিয়েছে, রাস্তা থেকে প্রায় ২০০ ফুট নিচে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২০ জন ছাত্রের। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও কয়েকজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন তিনি।

আরও পড়ুন- পাক হাই কমিশনারের নাম 'ওয়ান্টেড'-এর তালিকায় আনল ভারত

.