দিল্লি থেকে মুম্বই, গোয়া থেকে বেঙ্গালুরু ATM-এর একই ছবি

কোথাও সচল, কোথাও অচল। এটিএম পরিষেবার এই ছবি শুধু কলকাতা কিংবা আমাদের রাজ্যেই নয়, বরং একই ছবি দেখা যাচ্ছে, সারা দেশে। রাজধানী দিল্লি থেকে বাণিজ্য নগরী মুম্বই, গোয়া থেকে বেঙ্গালুরু সর্বত্র একই ছবি। কাকভোর থেকে এটিএমের সামনে লম্বা লাইন। কখন চালু হবে এটিএম? কারও প্রতীক্ষা আশায় শেষ হয়েছে। খুলেছে এটিএম।

Updated By: Nov 11, 2016, 03:35 PM IST
 দিল্লি থেকে মুম্বই, গোয়া থেকে বেঙ্গালুরু ATM-এর একই ছবি

ওয়েব ডেস্ক: কোথাও সচল, কোথাও অচল। এটিএম পরিষেবার এই ছবি শুধু কলকাতা কিংবা আমাদের রাজ্যেই নয়, বরং একই ছবি দেখা যাচ্ছে, সারা দেশে। রাজধানী দিল্লি থেকে বাণিজ্য নগরী মুম্বই, গোয়া থেকে বেঙ্গালুরু সর্বত্র একই ছবি। কাকভোর থেকে এটিএমের সামনে লম্বা লাইন। কখন চালু হবে এটিএম? কারও প্রতীক্ষা আশায় শেষ হয়েছে। খুলেছে এটিএম।

আরও পড়ুন ATM-এ টাকা তুলতে যাচ্ছেন? জেনে যান এই পাঁচ তথ্য

কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের মতোই বেলা গড়িয়ে যাওয়া সত্ত্বেও এটিএম খোলেনি। অনেকক্ষণ হাপিত্যেশ করে দাঁড়িয়ে থেকে নিরাশ হয়েই ফিরতে হয় বিরক্ত গ্রাহকদের। অন্যদিকে চালু এটিএমে ভিড় ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন  নোট বাতিলের ধাক্কায় রিটেল চেনগুলির বিক্রি অনেক কমে গেছে

.