লাদাখে আটক পর্যটকরা উদ্ধার
লেহ-লাদাখে ধসের জেরে আটকে পড়া হাজারখানেক পর্যটককে অবশেষে উদ্ধার করা সম্ভব হল। প্রবল তুষারপাতের কারণে শুক্রবার সকাল ১০টা নাগাদ ধস নামে লাদাখে। খারদুংলা পাসের কাছে আটকে পড়েন পর্যটকরা।
লেহ-লাদাখে ধসের জেরে আটকে পড়া হাজারখানেক পর্যটককে অবশেষে উদ্ধার করা সম্ভব হল। প্রবল তুষারপাতের কারণে শুক্রবার সকাল ১০টা নাগাদ ধস নামে লাদাখে। খারদুংলা পাসের কাছে আটকে পড়েন পর্যটকরা। আটকে ছিল প্রায় ৪০০ গাড়ি। আটকে পড়া পর্যটকদের মধ্যে অধিকাংশই এ রাজ্যের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। নুবরা ভ্যালি দেখে লেহ-র দিকে যাওয়ার সময়েই ঘটে বিপত্তি। পরে জম্মু-কাশ্মীর পুলিসের উদ্যোগে রাতেই শুরু হয় উদ্ধারকাজ। তবে ঘটনাস্থলে সেনাবাহিনীর জওয়ানরা উপস্থিত থাকলেও পর্যটকদের উদ্ধারের কোনও ব্যবস্থাই করা হয়নি বলে অভিযোগ।