Bangladesh: ভারতে প্রশিক্ষণ নিতে আসার কথা ছিল ৫০ বাংলাদেশি বিচারকের, বাতিল করে দিল ইউনূস সরকার
Bangladesh: সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে ৫০ জন বিচারককে ভারতে প্রশিক্ষণ নিতে যাওয়ার অনুমতি দেয় আইন মন্ত্রণালয়
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতে প্রশিক্ষণ নিয়ে ভোপালে আসার কথা ছিল বাংলাদেশের ৫০ জন বিচারকের। নিম্ন আদালতের ৫০ জন বিচারককে গত ৩০ ডিসেম্বর ভারতে আসার অনুমতি দেওয়া হয়। সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে এ অনুমতি দেয় আইন মন্ত্রণালয়। রবিবার এক নোটিস জারি করে সেই নির্দেশিকা বাতিল করে দিলে ইউনূস সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
আরও পড়ুন-ভারতে প্রশিক্ষণ নিতে আসার কথা ছিল ৫০ বাংলাদেশি বিচারকের, বাতিল করে দিল ইউনূস সরকার
সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে ৫০ জন বিচারককে ভারতে প্রশিক্ষণ নিতে যাওয়ার অনুমতি দেয় আইন মন্ত্রণালয়। প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়। এই বিচার বিভাগীয় কর্মকর্তাদের আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি প্রশিক্ষণে অংশ নেওয়ার কথা ছিল। কেন ওই অনুমতি বাতিল করা হল তার কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।
বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব আবুল হাসানাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করার কথা ছিল। এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই।
উল্লেখ্য, বাংলাদেশের তদারকি সরকারের ভারত বিদ্বেষ ক্রমশ চড়া হচ্ছে। প্রশিক্ষণের জন্য ওই ৫০ জন বাংলাদেশি বিচারকের ভারতে আসার কথা ছিল ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির প্রশিক্ষণ শিবিরে। এর পুরো খরচই ভারতের বহন করার কথা। ভারতের আইন মন্ত্রক ওই প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রশিক্ষণের কর্মর্সূচি বাতিল করে দিল।
এনিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী বলেন, ওই ৫০ জন বিচারক কেন আসবেন সেটাই বুঝতে পারছি না। তাঁরা মানুষকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিচ্ছেন না, কোর্ট চত্বরে মারপিট হচ্ছে। তাদের তো প্রশিক্ষণ নিয়ে লাভ নেই। তারা সুদানে যাক, আফগানিস্তানে যাক। সেখানেই ভালোকিছু তাঁরা শিখতে পারবেন। যারা বিচার ব্যবস্থা অচল করে রেখেছেন তাদের আর বিচার শিখতে ভারতে আসতে হবে না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)