Bank Holidays: চলতি সপ্তাহে টানা ৪ দিন বন্ধ ব্যাঙ্কের দরজা, টাকা তুলতেও বাড়বে সমস্যা
মাসের শুরুতেই দেওয়া তালিকায় এবছর ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকার তালিকা প্রকাশ করেছিল রিজার্ভ ব্যাঙ্ক(RBI)। শুধু দোলযাত্রা(Holi) সংক্রান্ত ছুটি নয়, গোটা মাসেই অনেকগুলি ছুটি রয়েছে।
নিজস্ব প্রতিবেদন: অতি সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক(Reseve Bank Of India) মার্চের ছুটির তালিকা প্রকাশ করেছে।
প্রকাশিত তালিকা(List) অনুসারে, মার্চে ১৩ দিন ব্যাঙ্কের পরিষেবা(Banking Service) বন্ধ থাকবে। তার মধ্যে ৭ দিন ছুটি থাকবে এবং বাকি ৬ দিন শনিবার(Saturday) এবং রবিবারের(Sunday) সাপ্তাহিক ছুটি। তবে চলতি সপ্তাহে সেই তালিকায় সবথেকে বেশি ছুটির সংখ্যা যোগ হয়েছে। ৭ দিনের মধ্যে ৪ দিনই ছুটি এই সপ্তাহে।
একটানা ৪ দিন ছুটি-
১৭ মার্চ- হোলিকা দহন- তবে এটি দেরাদুন, কানপুর, লখনউ, রাঁচি সহ উত্তর-ভারতে মূলত পালিত হয়। সেই কারণেই সংশ্লিষ্ট রাজ্যগুলিতেই বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১৮ মার্চ- হোলি, দোলযাত্রা, ধুলেটি- এই উৎসব পালিত হয় পশ্চিমবঙ্গ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই সহ প্রায় গোটা দেশেই পালিত হয়। ফলে, ১৮ মার্চ দেশজুড়েই বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১৯ মার্চ- হোলি- এই দিন শুধুমাত্র ভুবনেশ্বর, ইম্ফল এবং পটনাতে বন্ধ থাকবে ব্যাঙ্কের দরজা।
২০ মার্চ- রবিবার- সপ্তাহিক বন্ধ।
আরও পড়ুন- March Bank Holidays: মার্চে ১৩ দিন বন্ধ ব্যাঙ্কের দরজা! তালিকা দেখে কাজে যাওয়া ভাল
মাসের শুরুতেই দেওয়া তালিকায় এবছর ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকার তালিকা প্রকাশ করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। শুধু দোলযাত্রা সংক্রান্ত ছুটি নয়, গোটা মাসের তালিকাটি আরও একবার দেখে নিন-
১) ১ মার্চ- মহাশিবরাত্রী(Mahashivratri)
২) ৩ মার্চ- লোসার(Losar)
৩) ৪ মার্চ- চাপচার কুট(Chapchar Kut)
৪) ১৭ মার্চ- হোলিকা দহন(Holika Dahan)
৫) ১৮ মার্চ- হোলি/ধুলেটি/দোলযাত্রা(Holi/Holi 2nd Day – Dhuleti/Doljatra)
৬) ১৯ মার্চ- হোলি/ইয়াওসং(দ্বিতীয় দিন)(Holi/Yaosang 2nd Day)
৭) ২২ মার্চ- বিহার দিবস(Bihar Divas)
সরকারি ছুটি বাদে বাকি সাপ্তাহিক ছুটিগুলি
৮) ৬ মার্চ- রবিবার(Sunday)
৯) ১২ মার্চ- দ্বিতীয় শনিবার(Second Saturday)
১০) ১৩ মার্চ- রবিবার(Sunday)
১১) ২০ মার্চ- রবিবার(Sunday)
১২) ২৬ মার্চ- চতুর্থ শনিবার(Fourth Saturday)
১৩) ২৭ মার্চ- রবিবার(Sunday)
আরও পড়ুন- LPG Cylinder Price Hike: বাড়ল LPG সিলিন্ডারের দাম, মঙ্গলবার থেকেই দিতে হবে অতিরিক্ত টাকা