জুলাইয়ে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক!

আগামী মাসে ১১দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। আর তাই আপনার জরুরী কাজ থাকলে এখন থেকেই সেরে রাখার চেষ্টা করুন। নইলে বিপদে পড়ার সমূহ সম্ভবনা রয়েছে।

Updated By: Jun 25, 2016, 10:37 AM IST
জুলাইয়ে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক!

ওয়েব ডেস্ক : আগামী মাসে ১১দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। আর তাই আপনার জরুরী কাজ থাকলে এখন থেকেই সেরে রাখার চেষ্টা করুন। নইলে বিপদে পড়ার সমূহ সম্ভবনা রয়েছে।

এক নজরে জেনে নিন ঠিক কী কারণে দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে-

১) ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ এবং ১৩ জুলাই স্টেট ব্যাঙ্ক অফ পাতিয়ালা, স্টেট ব্যাঙ্ক অফ বিকানের-জয়পুর এবং অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স ইউনিয়নের কর্মচারীরা ধর্মঘট করবেন। স্টেট ব্যাঙ্কের সঙ্গে তার সহযোগী ব্যাঙ্কগুলিকে সংযুক্ত করার প্রতিবাদেই এই ধর্মঘট

২) আগামী মাসে ব্যাঙ্কের ছুটি ৩ জুলাই, রবিবার দিয়ে শুরু
 

৩) ৬ জুলাই ইদ
 

৪) ৯ জুলাই মাসের দ্বিতীয় শনিবার। তাই থাকবে ছুটি। পরদিন ১০ জুলাই রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে
 

৫) ১২ ও ১৩ জুলাই ধর্মঘটের কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক
 

৬) ১৭, ২৪ এবং ৩১ জুলাই মাসের রবিবার
 

৭) ২৩ জুলাই মাসের চতুর্থ শনিবার, তাই ফের বন্ধ ব্যাঙ্ক
 

৮) সবশেষে, বেসরকারিকরণের প্রতিবাদে ২৯ জুলাই বেশিরভাগ ব্যাঙ্কই বন্ধ থাকবে ধর্মঘটের কারণে

 

আরও পড়ুন-ভারতের শেয়ার বাজারে ও টাকায় ধস!‌ দায়ী কী রঘুরাম রাজন?

.