পরপর ৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে
Updated By: Aug 11, 2017, 02:06 PM IST

ওয়েব ডেস্ক: আগামিকাল অর্থাত্ শনিবার থেকে পরপর ৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে। এই ৪ দিন আপনি ব্যাঙ্কের কোনও কাজ করতে পারবেন না। টাকা তোলা থেকে যেকোনও প্রকার ট্রানজকশন, কোনও কিছুই হবে না এই ৪ দিন।
১২ আগস্ট শনিবার , ১৩ আগস্ট রবিবার, ১৪ আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে এবং ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে পরপর ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক । পরপর ৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকার কারণে ব্যাহত হবে ব্যাঙ্কিং পরিষেবা।
ব্যাঙ্ক বন্ধ থাকার কারণে এটিএম গুলির উপরে চাপ তৈরি হবে। যার ফলে আশঙ্কা করা হচ্ছে যে, এটিএমগুলি থেকে তাড়াতাড়ি টাকা শেষও হয়ে যেতে পারে।
অভ্যেস বদলান, বিজেপি সাংসদদের কড়া হুঁশিয়ারি মোদীর