কর্নাটকে বিজেপির নতুন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা ঘনিষ্ঠ Basavaraj Bommai
ইয়েদুরাপ্পার মতো লিঙ্গায়েত সম্প্রদায়ের শক্তিশালী নেতা বোম্মাই (Basavaraj S Bommai)।
নিজস্ব প্রতিবেদন: কর্নাটকের মুখ্যমন্ত্রী পদ নিয়ে জল্পনা অবসান। বিএস ইয়েদুরাপ্পার (BS Yediyurappa) উত্তরসূরী হিসেবে বাসবরাজ বোম্মাইকে (Basavaraj S Bommai) বেছে নিল বিজেপি পরিষদীয় দল। ইয়েদুরাপ্পার (BS Yediyurappa) মতো লিঙ্গায়েত সম্প্রদায়ের শক্তিশালী নেতা বোম্মাই। ইয়েদুরাপ্পার ঘনিষ্ঠও। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এসআর বোম্মাইয়ের পুত্র তিনি। জনতা দল ইউনাইটেড ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে।
Karnataka BJP Legislative Party elected Basavaraj S Bommai as Chief Minister of the State pic.twitter.com/Arrm4PiHTs
— ANI (@ANI) July 27, 2021
কোভিড পরিস্থিতিতে বড় দায়িত্ব বলে মানছেন নতুন মুখ্যমন্ত্রী বাসবরাজ এস বোম্মাই (Basavaraj S Bommai)। তিনি বলেন,'এই পরিস্থিতি বড় দায়িত্ব পেলাম। গরিব-কল্যাণে কাজ চালিয়ে যাব। আমার সরকার গরিব ও মানব দরদী হবে।'
It is a big responsibility in the given situation. I will strive to work for the welfare of the poor. It will be pro-people and pro-poor people governance: Karnataka CM elect Basavaraj S Bommai pic.twitter.com/FPSXRbB8ID
— ANI (@ANI) July 27, 2021
মঙ্গলবার রাতে বিজেপির পরিষদীয় দলের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও জি কিসান রেড্ডি। ওই বৈঠকেই ঘোষণা হয় বোম্মাইয়ের নাম। কর্নাটকে ১৬ শতাংশ লিঙ্গায়েত ভোট। সে কারণে ইয়েদুরাপ্পার (BS Yediyurappa) ইচ্ছায় লিঙ্গায়েত নেতার নামেই শিলমোহর দিল বিজেপি। বুধবার সকাল ১১টায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বোম্মাই। কর্নাটকের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন,'আমরা সকলে নির্বাচিত করেছি বোম্মাইকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনের জন্য ধন্যবাগ জানাব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিনি কাজ করবেন।'
We have unanimously elected Basavaraj S Bommai as leader of the BJP Legislative Party. I thank PM Modi for his support. Under PM's leadership, he (Bommai) will work hard: Karnataka's caretaker CM, BS Yediyurappa, in Bengaluru pic.twitter.com/SzC54yMQzk
— ANI (@ANI) July 27, 2021
দক্ষিণের রাজ্যে বিজেপির প্রথম মন্ত্রী ইয়েদুরাপ্পা (BS Yediyurappa)। চার বার মুখ্যমন্ত্রী হন তিনি। সূত্রের খবর, ইয়েদুরাপ্পা ও তাঁর ছেলের বিরুদ্ধে দলের মধ্যে বিদ্রোহ দেখা দিয়েছিল। ১০ জুলাই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে কার্যত বাধ্য হন ইয়েদুরাপ্পা।
আরও পড়ুন- নিজের ছাতা নিজেই ধরলেন Mamata, মোদীকে দিলেন ২০২৪-এ দিল্লির হাওয়া বদলের পূর্বাভাস?