নির্বাচন বিধি ভেঙে জলসায় টাকা ওড়ালেন মধ্যপ্রদেশের মন্ত্রী

আগামী মাসে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। ফলে রাজ্যে চালু হয়েছে নির্বাচনী বিধি। কিন্তু সে সবের তোয়াক্কা না করে, ইদের পরের দিন জব্বলপুরের রাড্ডি চৌক অঞ্চলে একটি অনুষ্ঠানে দেদার টাকা ওড়ান শিবরাজ সিং চৌহ্বান মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী অঞ্চল সোঙ্কার।

Updated By: Oct 22, 2013, 09:53 PM IST

আগামী মাসে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। ফলে রাজ্যে চালু হয়েছে নির্বাচনী বিধি। কিন্তু সে সবের তোয়াক্কা না করে, ইদের পরের দিন জব্বলপুরের রাড্ডি চৌক অঞ্চলে একটি অনুষ্ঠানে দেদার টাকা ওড়ান শিবরাজ সিং চৌহ্বান মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী অঞ্চল সোঙ্কার।
স্থানীয় টিভি চ্যানেলগুলিতে সেই ছবি সম্প্রচার হওয়ার পরই টনক নড়ে প্রশাসন ও নির্বাচন কমিশনের। সতেরো তারিখ ঘটনা ঘটলেও, কুড়ি তারিখ বিজেপি নেতা অঞ্চল সোঙ্কারকে একটি নোটিস পাঠান জব্বলপুরের কলেক্টর এবং রাজ্য নির্বাচনী আধিকারিক। শুধু অঞ্চল সোঙ্কার নন। নির্বাচনী বিধি ভেঙে বিপাকে, বিজেপি শাসিত মধ্যপ্রদেশের শিল্পমন্ত্রী কৈলাশ বিজয়ভার্গিয়া। চলতি মাসের পনেরো তারিখ ইন্দোরে একটি অনুষ্ঠানে তিনিও দর্শকদের মধ্যে টাকা বিতরণ করেন।
রাজ্য নির্বাচন কমিশন এবং ইন্দোরের কালেক্টর কৈলাশ বিজয়ভার্গবকেও নোটিস পাঠায়। তবে দুটি ঘটনার ক্ষেত্রে অবশ্য কোনও মন্তব্য করেননি স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁদের বক্তব্য, যাঁরা নির্বাচনী বিধি ভেঙেছেন, তাঁরাই তার জবাব দেবেন। রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস দুটি ঘটনার কড়া নিন্দা করেছে।

.