করোনা আতঙ্কে 'ম্যাজিক ঘন্টা' পশুপতিনাথে! হাত না দিলেও বেজে উঠছে জোরে

অবস্থান সেনসরের ভিত্তিতে কাজ করে এই ঘন্টা। আশেপাশে কেউ থাকলে নিজে থেকেই বেজে ওঠে।

Updated By: Jun 15, 2020, 03:57 PM IST
করোনা আতঙ্কে 'ম্যাজিক ঘন্টা' পশুপতিনাথে! হাত না দিলেও বেজে উঠছে জোরে

নিজস্ব প্রতিবেদন: কথায় আছে ম্যাজিক কিছুই নয় শুধুমাত্র বিজ্ঞান। আর সেই বিজ্ঞানের জোরেই ম্যাজিক দেখছে মধ্য প্রদেশে মন্দসোরের মন্দির। ঘন্টা বাজছে তবে কাউকে ঘন্টায় হাত দিতে হচ্ছে না। করোনার বাড়বাড়ন্ত রূপের মধ্য়েও ধর্মীয় স্থান খোলার নির্দেশ মিলেছে প্রশাসনের তরফে। কিন্তু বলবৎ করতে হবে সামাজিক দূরত্ব। যেন ভাইরাস না ছড়িয়ে পড়ে খেয়াল রাখতে হবে সেদিকেও। সবাই একই ঘন্টা বাজালে ছড়িয়ে পড়বে ভাইরাস। তাই এই অভিনব ঘন্টা।

আরও পড়ুন: চালু হলো লোকাল ট্রেন,১৫ মিনিট অন্তর পরিষেবা মিলবে এই শহরে

অবস্থান সেনসরের ভিত্তিতে কাজ করে এই ঘন্টা। আশেপাশে কেউ থাকলে নিজে থেকেই বেজে ওঠে। যারা মন্দিরে এসেছেন, তারা যখন হাত তুলে ওই সেনসরের কাছে নিয়ে যাচ্ছেন তখনই ঢং ঢ আওয়াজ।
এই অভিনব ঘন্টাটি তৈরি করেছেন একজন ৬২ বছরের মুসলিম বৃদ্ধ নাহরু খান। তাঁর কথায়,"আমি যখন আজানের আওয়াজ শুনলাম তখন ভেবেছিলাম মন্দিরেও ঘন্টা বাজবে। সেখান থেকেই এই ধারণা।" ৬ হাজার টাকা খরচ করে নাহরু তৈরি করেছেন এই ঘন্টা।

 

.