বেঙ্গালুরুর এটিএমে হামলার ঘটনায় এখনও অধরা আততায়ী, আহত জ্যোতি উদয়ের অবস্থা আশঙ্কাজনক

বেঙ্গালুরুর এটিএমে হামলার ঘটনায় আহত জ্যোতি উদয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্সকরা। পুলিস এখনও আততায়ীর কোনও হদিস পায়নি। তবে শহরের ব্যাঙ্কগুলিকে আরও নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।  

Updated By: Nov 22, 2013, 08:54 PM IST

বেঙ্গালুরুর এটিএমে হামলার ঘটনায় আহত জ্যোতি উদয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্সকরা। পুলিস এখনও আততায়ীর কোনও হদিস পায়নি। তবে শহরের ব্যাঙ্কগুলিকে আরও নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।  
 
বেঙ্গালুরুতে এটিএমে হামলার ঘটনায় এখনও আততায়ীর নাগালই পায়নি পুলিস। তার সন্ধানে কর্নাটক পুলিস বিশেষ দল তৈরি করেছে। ওই আততায়ীর খোঁজে ইতিমধ্যেই অন্ধ্র, গোয়া, মহারাষ্ট্র, তামিলনাডুতে তদন্তকারীদের পাঠিয়েছে বেঙ্গালুরু পুলিস। আহত জ্যোতির ফোন ট্র্যাক করে অন্ধ্রপ্রদেশ থেকে এক ব্যক্তিকে আটকও করা হয়েছে। পুলিসের
দাবি, ৪৪ বছরের জ্যোতির উপরে যে ব্যক্তি হামলা চালিয়েছিল, তার কাছ থেকেই অন্ধ্রে আটক ব্যক্তিটি একটি মোবাইল ফোন কিনেছিলেন। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, ওই এটিএম থেকে ঢিল ছোঁড়া দূরত্বে থানা হওয়া সত্ত্বেও কী ভাবে এতবড় ঘটনা ঘটে গেল? পুলিস শুধু যে তা বুঝতে পারেনি তা-ই নয়, এখনও আততায়ীর নাগালও পাওয়া যায়নি। স্বাভাবিক ভাবেই পুলিসের এই ব্যর্থতায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। ক্ষুব্ধ ব্যাঙ্কগুলির দায়িত্বজ্ঞানহীনতায়।
কেন এটিএমগুলিতে নিরাপত্তারক্ষী মোতায়েন থাকেন না, এই প্রশ্নেও সরব বেঙ্গালুরু। এই অবস্থায় পুলিসের পক্ষ থেকে ২৪ নভেম্বর বিকেল চারটের আগে এটিএমগুলিতে সিসিটিভি এবং চুরি ঠেকানোর অ্যালার্ম  লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে ব্যাঙ্কগুলিকে। নির্দেশ দেওয়া হয়েছে নিরাপত্তারক্ষী মোতায়েন করারও।
অন্যদিকে, বুধবার এক চিকিত্সক জানান, জ্যোতির অবস্থা এখনও আশঙ্কাজনক তবে স্থিতিশীল।
তাঁর করোটিতে চিড় ধরেছে। দেহের ডানদিকের অংশ অসাড় হয়ে রয়েছে। চিকিত্সকরা জানিয়েছেন, অপারেশনের পর আস্তে আস্তে সেরে উঠছেন জ্যোতি।

Tags:
.