সিগারেটের প্যাকেটে এবার আরও বড় করে থাকবে সাবধান বার্তা

ধূমপান ক্যানসারের কারণ। একথা কারওর অজানা নয়। তবুও এই তথ্যে ধূমপায়ীদের বিশেষ কিছু যায় আসে না। ক্যানসারের শিকার হবেন তবু ভাল, কিন্তু ধূমপানের মায়া ত্যাগ করতে পারবেন না। তাই তামাকজাত দ্রব্যের প্যাকেটের ওপর 'রেড অ্যালার্ট' দেওয়া শুরু হল।

Updated By: Apr 1, 2016, 08:20 PM IST
সিগারেটের প্যাকেটে এবার আরও বড় করে থাকবে সাবধান বার্তা

ওয়েব ডেস্ক: ধূমপান ক্যানসারের কারণ। একথা কারওর অজানা নয়। তবুও এই তথ্যে ধূমপায়ীদের বিশেষ কিছু যায় আসে না। ক্যানসারের শিকার হবেন তবু ভাল, কিন্তু ধূমপানের মায়া ত্যাগ করতে পারবেন না। তাই তামাকজাত দ্রব্যের প্যাকেটের ওপর 'রেড অ্যালার্ট' দেওয়া শুরু হল। তাতেও খুব একটা লাভ হল না। তাই এবার আরও বড় করে বিপদ সংকেত দেওয়ার সিদ্ধান্ত সরকারের।

২০১৫ সালে সংশোধন করা হয় 'টোবাকো প্রোডাক্টস প্যাকেজিং অ্যান্ড লেবেলিং বিল'-এর। সংশশোধনে বলা হয় যেকোনো তামাকজাত দ্রব্যের প্যাকেটের গায়ে আরও বড় বড় করে লিখতে হবে সাবধান বার্তা। প্যাকেটের ৮৫ শতাংশ অংশ জুড়ে থাকবে সাবধান বার্তার ছবি। ১ এপ্রিল থেকে লাগু হবে নতুন আইন। ১ এপ্রিল থেকে যেসব তামাকজাত তৈরি হবে তার প্যাকেটের গায়ে ৮৫ শতাংশ জুড়ে থাকবে সাবধান বার্তা।

.