বিহারের জেলে ঢুকল বন্যার জল, বন্দিদের সরানো হল অন্যত্র
বন্যার জল এসে ঢুকে পড়ল বিহারের নাউগাছিয়া জেলে। এই কারণে কারাগারের ২৩০জন বন্দিকে ভাগলপুর জেলার এক জেলে নিয়ে যাওয়া হয়েছে।
ওয়েব ডেস্ক: বন্যার জল এসে ঢুকে পড়ল বিহারের নাউগাছিয়া জেলে। এই কারণে কারাগারের ২৩০জন বন্দিকে ভাগলপুর জেলার এক জেলে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন- বন্যা দেখতে গিয়ে এ কী করলেন মুখ্যমন্ত্রী!
নাউগাছিয়া, ভাগলপুর জেলার এই সাবডিভিশন জেলটি বন্যাপ্রবণ অঞ্চলে অবস্থিত। গঙ্গার একেবারে ধারে অবস্থিত এই জেলে বন্যার জল ঢুকে পড়ার পর। জেল কর্মীরা বোট ভাড়া করে কড়া নিরাপত্তায় বন্দিদের জুব্বা সাহনি সেন্ট্রাল জেলে নিয়ে যান।
আরও পড়ুন- বন্যা দুর্গত মানুষদের এটা কী বললেন লালু!
পুরো এলাকাতেই সর্বত্র জল। হাইওয়ের আশেপাশের অঞ্চলে জমে জল। বন্যা দুর্গতদের উদ্ধার বিহার সরকারের বিশেষ দল নেমেছে। নতুন করে বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। তবে বেশ কয়েকটি জায়গায় অবস্থার উন্নতি হয়েছে।