মুখে দুই গজ দূরত্বের কথা; আবার সভায় ভিড় দেখেও আপ্লুত, বিহারে ক্ষমতায় আসা নিয়ে নিশ্চিত মোদী

মোদী বলেন,  বিরোদীদের কথা ঠিক নয়। দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকেই গরিব মানুষের পাশে থেকেছে সরকার।  

Updated By: Nov 1, 2020, 05:00 PM IST
মুখে দুই গজ দূরত্বের কথা; আবার সভায় ভিড় দেখেও আপ্লুত, বিহারে ক্ষমতায় আসা নিয়ে নিশ্চিত মোদী
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: বিহারে দ্বিতীয় দফায় ভোট প্রচারে এসে জনসভার চেহারা দেখে আপ্লুত নরেন্দ্র মোদী। রবিবার সমস্তিপুর, মতিহারি-সহ একাধিক জায়গায় সভা করেন প্রধানমন্ত্রী। নীতীশ কুমারের সঙ্গে এক সভায় তিনি বলেন, ফের রাজ্যে নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ সরকার গড়ছে।  জনসভায় এনডিএ সম্পর্কে মানুষের উত্সাহ সেটাই ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন-বাঁধ ভেঙে জলশূন্য দুর্গাপুর ব্যারেজ! প্রভাব পড়তে চলেছে তাপ বিদ্যুৎ উৎপাদনে
 
এদিকে, লক্ষ্যনীয় বিষয় হল, দেশের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী বারেবারেই বলে আসছেন, দুই গজের দূরত্ব বজায় রাখুন, মাস্ক পরে থাকুন। সেই প্রধানমন্ত্রীই আবার বিজেপি-জেডিইউয়ের সভায় জানতার উপস্থিতি দেখে উত্সাহিত বলছেন, ফের ক্ষমতায় আসবে এনডিএ।

সম্প্রতি বিহারের নির্বাচনী সভাগুলিতে বেশ ভিড় করছেন মানুষজন। বিরোধীদের দাবি, করোনা শুরু হওয়ার পর থেকে যেভাবে তা মোকাবিলা করেছে কেন্দ্র তাতে মানুষজনের রাগ বেড়েছে। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা নিয়ে কেন্দ্রের নীতির বিরুদ্ধে ক্ষুব্ধ মানুষজন। এনিয়ে মোদী বলেন,  বিরোদীদের কথা ঠিক নয়। দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকেই গরিব মানুষের পাশে থেকেছে সরকার।

আরও পড়ুন-করোনা আবহে বিক্রি তলানিতে, এর উপর বাজি বন্ধের মামলার খবর পেয়ে আতঙ্কিত ব্যবসায়ীরা

বিহারের সমস্তিপুর আসনটি ২০১০ সাল থেকে জিতে আসছে আরজেডি। সেখানে এক সভায় আজ বিপুল মানুষের সমাগম হয়। এনিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষের এই উত্সাহ বুঝিয়ে দিচ্ছে কী ফল হতে চলেছে। প্রতিটি জায়গায় মানুষের প্রতিজ্ঞার কথা ধরা পড়ছে তাদের উপস্থিতিতে। 

.