নতুন ভূমি আইনের প্রতিবাদ, হুরিয়তের ডাকা বনধে অচল কাশ্মীর

গত ২৭ অক্টোবর নির্দেশিকা জারি করে জম্মু ও কাশ্মীরের নতুন ভূমি আইন লাগু করে কেন্দ্র

Updated By: Oct 31, 2020, 11:54 PM IST
নতুন ভূমি আইনের প্রতিবাদ, হুরিয়তের ডাকা বনধে অচল কাশ্মীর
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: উপত্যকার রাজনীতিতে ভেসে থাকার চেষ্টা!

নতুন ভূমি আইনের প্রতিবাদে শনিবার হুরিয়ত কন্ফারেন্সের ডাকা শাটডাউনে বিপর্যস্ত কাশ্মীরের জনজীবন। করোনা আনলক ও সেনার কড়া নজরদারির মধ্যেই কাশ্মীরে খুঁড়িয়ে শুরু হয়েছিল জনজীবন। তাতে ছেদ পড়ল হুরিয়ত প্রধান মিরওয়াইজ ওমর ফারুকের ডাকা শাট ডাউনে।

আরও পড়ুন-উঠতে দিতে হবে স্পেশাল ট্রেনে; যাত্রী বিক্ষোভে রণক্ষেত্র হাওড়া স্টেশন

শনিবার ওই বনধে কাশ্মীরের অধিকাংশ এলাকায় দোকানপাট ছিল বন্ধ। মানুষজন খুব বেশি রাস্তায় বের হয়নি। গাড়িঘোড়া চলেছে খুবই কম। হুরিয়াতের ডাকা বনধকে কেন্দ্র করে উপত্যকায় ফের যাতে অশান্তি ছড়িয়ে না পড়ে তার জন্য কড়া নজরদারির ব্যবস্থা করেছিল সেনা। ফলে সেরকম কোনও হিংসার ঘটনা ঘটেনি।

আরও পড়ুন-রাজ্যে গত ২৪ ঘণ্টায় ফের আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গেল করোনাজয়ীরা

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর নির্দেশিকা জারি করে জম্মু ও কাশ্মীরের নতুন ভূমি আইন লাগু করে কেন্দ্র। ওই আইনের বলে এখন থেকে দেশের যেকোনও প্রান্তের মানুষ জম্মু ও কাশ্মীরে জমি কিনতে পারবেন। এর জন্য কাউকে জম্মু ও কাশ্মীরের স্থায়ী বাসিন্দা হতে হবে না।

কেন্দ্রের ওই পদক্ষেপের প্রতিবাদ করেছে উপত্যকার সব দল। ন্যাশনাল কন্ফারেন্স নেতা ওমর আবদুল্লা এনিয়ে বলেন, নতুন আইন তৈরি করে জম্মু ও কাশ্মীরকে বেচে দিচ্ছে কেন্দ্র। প্রতিবাদ করেছে পিডিপিও।

.