দেশের এই কলেজে মেয়েদের জন্য অদ্ভুত নির্দেশিকা!!!

মেয়েদের পোশাক নিয়ে বিভিন্ন সময় প্রচুর বিতর্ক উঠেছে। রাজনৈতিক নেতাদের কথায় অনেক সময় 'ধর্ষণের জন্য দায়ী' হয়ে উঠেছে মেয়েদের পোশাক। এবার দেশের এই কলেজে মেয়েদের জন্য জারি করা হল অদ্ভুত নির্দেশিকা...বলা ভালো ফতোয়া।

Updated By: Oct 22, 2016, 04:55 PM IST
দেশের এই কলেজে মেয়েদের জন্য অদ্ভুত নির্দেশিকা!!!

ওয়েব ডেস্ক : মেয়েদের পোশাক নিয়ে বিভিন্ন সময় প্রচুর বিতর্ক উঠেছে। রাজনৈতিক নেতাদের কথায় অনেক সময় 'ধর্ষণের জন্য দায়ী' হয়ে উঠেছে মেয়েদের পোশাক। এবার দেশের এই কলেজে মেয়েদের জন্য জারি করা হল অদ্ভুত নির্দেশিকা...বলা ভালো ফতোয়া।

'মেয়েরা জিনস পরতে পারবে না। কারণ মেয়েদের জন্য জিনস খারাপ পোশাক। এতে দৃশ্য দূষণ হয়।' ঠিক এই ভাষাতেই কেরালা মেডিক্যাল কলেজে জারি করা হয়েছে নির্দেশিকা। ইতিমধ্যেই তিরুবনন্তপুরমের ওই কলেজের এই নির্দেশিকা ঘিরে দেখা দিয়েছে বিতর্ক। কলেজের ড্রেসকোড বা পোশাকবিধি লাগু নিয়ে আপত্তি নেই। কিন্তু জিনস পরাকে এভাবে 'খারাপ পোশাক' বলায় প্রতিবাদ জানিয়েছেন অনেকেই। যারমধ্যে মেডিক্যাল কলেজের বেশ কয়েকজন শিক্ষকও আছেন।

.