আরএসএসের চাপে সাবির আলির সদস্য পদ খারিজ করল বিজেপি
দলীয় কোন্দল ঠেকাতে সাবির আলির সদস্য পদ খারিজ করল বিজেপি। একইসঙ্গে তিরস্কার করা হল মোক্তার আব্বাস নকভিকে। গতকালই ট্যুইটারে সাবির আলির অতীত নিয়ে মন্তব্য করেছিলেন নকভি। তারপরই তানিয়ে বিতর্ক শুরু হয়। নাকভির মন্তব্য মেনে নিতে পারেননি বিজেপি নেতারাই। টুইটটি মুছেও দেন বিজেপি সহ সভাপতি। তাতেও দলীয় অন্তর্কলহ ঠেকানো যায়নি।
দলীয় কোন্দল ঠেকাতে সাবির আলির সদস্য পদ খারিজ করল বিজেপি। একইসঙ্গে তিরস্কার করা হল মোক্তার আব্বাস নকভিকে। গতকালই ট্যুইটারে সাবির আলির অতীত নিয়ে মন্তব্য করেছিলেন নকভি। তারপরই তানিয়ে বিতর্ক শুরু হয়। নাকভির মন্তব্য মেনে নিতে পারেননি বিজেপি নেতারাই। টুইটটি মুছেও দেন বিজেপি সহ সভাপতি। তাতেও দলীয় অন্তর্কলহ ঠেকানো যায়নি।
সাবিরকে দলে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আরএসএসও। পরিস্থিতি সামাল দিতে বৈঠকে বসে বিজেপি শীর্ষনেতৃত্ব। বৈঠক শেষে বিজেপি মুখপাত্র রবিশঙ্কর প্রসাদ জানিয়ে দেন, সাবির আলির সদস্যপদ খারিজ করা হল। একইসঙ্গে, ট্যুইটারে মুখ খোলার জন্য তিরষ্কার করা হয় নাকভিকেও। দলের মধ্যে কোনওরকম ক্ষোভ বিক্ষোভের ক্ষেত্রে বাইরে মুখ খোলা যাবে না বলে জানিয়ে দিয়েছেন রবিশঙ্কর প্রসাদ।