মোদী ম্যাজিকের প্রথম ঝলক, রাজস্থানে শুরু গেরুয়া উত্সব

রাজস্থানের শুরু হয়ে গেল গেরুয়া উদযাপন। ১৯৯টি আসনের মধ্যে ১১৫টি আসনে এগিয়ে রয়েছে বিজপি। কংগ্রেস এগিয়ে রয়েছে ২০টি আসনে। পাঁচ বছরের কংগ্রেস জমানার আবসান ঘটিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।

Updated By: Dec 8, 2013, 10:44 AM IST

রাজস্থানের শুরু হয়ে গেল গেরুয়া উদযাপন। ১৯৯টি আসনের মধ্যে ১১৫টি আসনে এগিয়ে রয়েছে বিজপি। কংগ্রেস এগিয়ে রয়েছে ২০টি আসনে। পাঁচ বছরের কংগ্রেস জমানার আবসান ঘটিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।

ইতিমধ্যেই জয়পুরে বিজেপির প্রধান কার্যালয়ের সামনে শুরু হয়ে গেছে উদযাপন। বাজি, ঢোল ও নাচের মাধ্যমে চলছে গেরুয়া উদযাপন। অন্যান্য রাজ্যেও উত্সবে মেতেছে বিজেপি সমর্থকরা। রাজস্থানে ক্ষমতায় আসার জন্য নরেন্দ্র মোদী ফ্যাক্টরই কাজ করেছে বলেই মনে করছেন বসুন্ধরা রাজে।

পয়লা ডিসেম্বর ভোট রাজস্থানের ২০০টি আসনের মধ্যে ১৯৯টিতে ভোটগ্রহণ হয়েছে। ভোট পড়েছিল ৭৫ শতাংশ।

.