মধ্যপ্রদেশে ১১০-১২০টি আসন পাবে কংগ্রেস: দিগ্বিজয় সিং

রাজধানীর আসন টালমাটাল হলেও মধ্যপ্রদেশে জয়ের ব্যাপারে আশাবাদী কংগ্রেস। দিগ্বিজয় সিং দিল্লিতে সাংবাদিকদের জানালেন, "মধ্যপ্রদেশে ১০০-১২০টি আসন পাবে কংগ্রেস। বিজেপি পাবে ৮৫-৯০টি আসন, সমাজবাদী পার্টির জেতার সম্ভাবনা ৩-৫টি আসনে, বহুজন সমাজবাদী পার্টি পেতে পারে ৫-৭টি আসন।"

Updated By: Dec 8, 2013, 10:16 AM IST

রাজধানীর আসন টালমাটাল হলেও মধ্যপ্রদেশে জয়ের ব্যাপারে আশাবাদী কংগ্রেস। দিগ্বিজয় সিং দিল্লিতে সাংবাদিকদের জানালেন, "মধ্যপ্রদেশে ১০০-১২০টি আসন পাবে কংগ্রেস। বিজেপি পাবে ৮৫-৯০টি আসন, সমাজবাদী পার্টির জেতার সম্ভাবনা ৩-৫টি আসনে, বহুজন সমাজবাদী পার্টি পেতে পারে ৫-৭টি আসন।"

সেইসঙ্গেই দল অনুমতি দিলে লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়াতেও পারেন বলে জানিয়েছেন দিগ্বিজয়। বলেন, "দল চাইলে আমি লোকসভা ভোটে লড়তে পারি। কিন্তু যদি ভোটে প্রতিদ্বন্দ্বিতা না করলেও বিজেপির বিরুদ্ধে লড়াই সবসময় চালিয়ে যাব। এ দিন তরুণ তেজপাল সম্পর্কেও সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন দিগ্বিজয়। যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি কংগ্রেসের সাঘারণ সম্পাদক।"

.