স্ত্রীকে বলেছি আরও বাচ্চা চাই : বিজেপি বিধায়ক
২০১৩ সালের মুজফ্ফরনগর দাঙ্গায় নাম জড়ায় বিক্রম সাইনির।
নিজস্ব প্রতিবেদন : বিজেপি বিধায়কের মন্তব্যে ফের বিতর্কের ঝড়। উত্তরপ্রদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি বিধায়ক বিক্রম সাইনি বলেন, ''এই বিষয়ে যতদিন পর্যন্ত কোনও কঠোর আইন দেশে লাগু করা হচ্ছে, ততদিন পর্যন্ত হিন্দুরা আরও বেশি করে সন্তানের জন্ম দিক।'' তাঁর এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক।
#WATCH Muzaffarnagar: BJP MLA Vikram Saini says, 'jab tak kaanoon nahi banta (on population control) Hindu bhaiyon apko chhoot hai rukna mat.' (23.02.2018) pic.twitter.com/b3TqjNHh3M
— ANI UP (@ANINewsUP) February 24, 2018
সাইনি উত্তরপ্রদেশের খাটাউলের বিধায়ক। শুক্রবার মজফ্ফরনগরে এক অনুষ্ঠানে তিনি বলেন, আমি আমার স্ত্রীকে বলেছি, ''যতদিন আইন না হয় ততদিন একের পর এক সন্তানের জন্ম দিতে হবে। যদিও আমার স্ত্রী দু'য়ের বেশি সন্তান চায় না। আমি চাই অন্তত ৪ থেকে ৫টি সন্তান হোক আমাদের।''
আরও পড়ুন- রাহুল নয়, প্রিয়াঙ্কা গান্ধীই আমার নেতা : হার্দিক প্যাটেল
এই প্রথম নয়। সাইনির মুখ থেকে এর আগেও বারবার বিতর্কিত মন্তব্য বেরিয়েছে। চলতি বছর জানুয়ারিতে তিনি বলেছিলেন, ''ভারত হিন্দুদের দেশ। কারণ ভারতের নাম হিন্দুস্থান।'' তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় উঠেছিল। যদিও পরে তিনি তাঁর বক্তব্যের সমর্থনে ব্যাখ্যা দিয়েছিলেন।
২০১৩ সালের মুজফ্ফরনগর দাঙ্গায় নাম জড়ায় বিক্রম সাইনির।