Maharashtra Political Crisis: গুয়াহাটিতে আরও ৭ বিধায়ক, একনাথ শিবিরকে সরকার গঠনের প্রস্তাব BJP-র

 'একটা মহাশক্তিধর জাতীয় দল আছে। যারা পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে। তাদের সঙ্গে জোট করলে শক্তি আরও বাড়বে'।

Updated By: Jun 23, 2022, 11:16 PM IST
Maharashtra Political Crisis: গুয়াহাটিতে আরও ৭ বিধায়ক, একনাথ শিবিরকে সরকার গঠনের প্রস্তাব BJP-র

নিজস্ব প্রতিবেদন: মহারাষ্ট্রে কি পালাবদল আসন্ন? স্রেফ ভিডিয়ো প্রকাশ করে শক্তি প্রদর্শন নয়, একনাথ শিবিরকে এবার সরকার গড়ার প্রস্তাব দিল BJP। এমনকী,  প্রস্তাবে রাজি হলে, 'বিদ্রোহী'  বিধায়কদের মধ্যে ১৩ জনকে পূ্র্ণমন্ত্রীও করা হবে। সূত্রের খবর তেমনই।

মহারাষ্ট্রে রাজনৈতিক ডামাডোল চরমে। বিপদে পড়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray)। তার সরকারের ভাগ্য কার্যত সুতোয় ঝুলছে! পরিস্থিতি এমনই যে, গতকাল বুধবার 'ইস্তফা'র বার্তা দেওয়ার রাতেই মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ছেড়ে চলে যান উদ্ধব। এখন মতোশ্রী-তে রয়েছেন তিনি।

আরও পড়ুন: Maharashtra Political Crisis: বিধায়কদের পর একনাথের পাশে একাধিক সাংসদও? সুতোয় ঝুলছে উদ্ধবের ভাগ্য

এদিন বিধায়কদের বৈঠকে ডেকে ছিলেন উদ্ধব ঠাকরে। সেই বৈঠকে যখন মাত্র ১৩ জন যোগ দিয়েছিলেন, তখন শক্তি ক্রমশই বাড়ছে একনাথ শিবিরের। ৪২ জন বিধায়ককে নিয়ে গুয়াহাটির হোটেলে গাঁটি গেড়েছেন জোটের সরকারেরই মন্ত্রী। এমনকী, হোটেলের একটি ভিডিয়োও প্রকাশ করেছেন। রাতে আবার গুয়াহাটির ওই হোটেলে পৌঁছে যান আরও ৭ জন বিধায়ক। ফলে একনাথ শিবিরে এখন বিধায়ক সংখ্যা ৪৯।

আরও পড়ুন: Maharashtra Political Crisis: "বিজেপি ক্ষমতার অপব্যবহার করছে", এবার হিন্দুত্ববাদী 'উদ্ধব-সেনা'র পাশে অসাম্প্রদায়িক সিপিএম

শেষপর্যন্ত কি BJP-র সঙ্গে হাত মেলাবেন একনাথ শিন্ডে? এখনও পর্যন্ত বিষয়টি খোলসা করেননি তিনি। তবে গুয়াহাটির হোটেলে বিধায়কদের বলেছেন, 'একটা  মহাশক্তিধর জাতীয় দল আছে। যারা পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে। তাদের সঙ্গে জোট করলে শক্তি আরও বাড়বে।  জোটের কোনও অভাব থাকবে না আপনাদের'।

এদিকে উদ্ধব ঠাকরের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে 'অনৈতিক ভাবে সরকার ফেলে দেওয়ার চেষ্টা'র অভিযোগ করেছেন তিনি। এমনকী, শিবসেনার পাশে পাশে 'সমব্যথী'র ভূমিকায় সিপিএম (CPIM)ও।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.