মোদী জট না খুলেই আরও ৭৫ পদ্ম প্রার্থীর নাম ঘোষণা

তৃতীয় দফার প্রার্থী ঘোষিত হয়ে গেল তবু এখনও ঠিক করা হল না দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী কোন কেন্দ্র থেকে দাঁড়াবেন। আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় লোকসভা ভোটে আরও ৭৫ জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। এ রাজ্যের আরও ৭টি কেন্দ্রে ঘোষিত হয়ে গেল বিজেপি প্রার্থীদের নাম। তবে আজও উত্তরপ্রদেশে দলের প্রার্থীপদ ঘোষণা করল না বিজেপি।

Updated By: Mar 13, 2014, 09:46 PM IST

------------------------------------------------
তৃতীয় দফার প্রার্থী ঘোষিত হয়ে গেল তবু এখনও ঠিক করা হল না দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী কোন কেন্দ্র থেকে দাঁড়াবেন। আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় লোকসভা ভোটে আরও ৭৫ জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। এ রাজ্যের আরও ৭টি কেন্দ্রে ঘোষিত হয়ে গেল বিজেপি প্রার্থীদের নাম। তবে আজও উত্তরপ্রদেশে দলের প্রার্থীপদ ঘোষণা করল না বিজেপি।

তৃতীয় পর্যায়ে বিজেপির উল্লেখ্যযোগ্য নামের মধ্যে থাকলেন লোকসভার বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহার ছেলে জয়ন্ত সিনহা। প্রমোদ মহাজনের স্ত্রী পুনম মহাজন। ভাগলপুর থেকে দলের টিকিট পেলেন শাহনাওয়াজ হুসেন।

সুষমা স্বরাজ লড়বেন মধ্যপ্রদেশের বিদিশা কেন্দ্র থেকে। প্রাক্তন জাতীয় ক্রিকেটার কীর্তি আজাদ দাঁড়াচ্ছেন বিহারের দ্বারভাঙ্গা কেন্দ্র থেকে। পুনম মহাজন লড়বেন উত্তর মুম্বই কেন্দ্র থেকে। হাজারিবাগ কেন্দ্র থেকে ভোটে দাঁড়াচ্ছেন জয়ন্ত সিনহা।

সদ্য আরজেডি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রামকৃপাল যাদব দাঁড়াবেন পাটলিপুত্র কেন্দ্র থেকে। এই কেন্দ্রেই লালুপ্রসাদ যাদবের মেয়ে মিসা ভারতী আরজেডি প্রার্থী। মিসার মনোনয়নের বিরোধিতা করেই আরজেডি ছেড়েছিলেন রামকৃপাল।

এ রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে বিজেপির বাজি দেবেশ অধিকারী। কাঁথিতে অধিকারী সাম্রাজ্যের বিরুদ্ধে পদ্ম প্রতীকে লড়বেন কমলেন্দু পাহাড়ি।

রাজ্যের ৭ বিজেপি প্রার্থী--

দার্জিলিং- সুরেন্দর সিং আলুওয়ালিয়া
আলিপুরদুয়ার-বীরেন্দ্র ওঁরাও
বহরমপুর-দেবেশ অধিকারী
মালদা (দঃ)-বিষ্ণুপদ রায়
পুরুলিয়া-বিভাষ বন্দ্যোপাধ্যায়
জয়নগর-বিপ্লব মণ্ডল
কাঁথি-কমলেন্দু পাহাড়ি

আজ ঘোষিত দেশের বিভিন্ন কেন্দ্রে বিজেপি প্রার্থীরা

Ram Kripal Yadav from Pataliputra, RK Singh from Arrah

Ram Kripal Yadav (BJP) to contest LS Elections from Pataliputra

Rajiv Pratap Rudy from Saran, Giriraj Singh from Nawada, Shahnawaz Hussain from Bhagalpur

Kirti Azad (BJP) to contest LS Elections from Darbhangā

SS Ahluwali (BJP) to contest LS Elections from Darjeeling

Jayant Sinha, son of Yashwant Sinha, to contest on BJP ticket from Hazaribagh

Jayanth Sinha, son of Yashwant Sinha to contest LS Elections for BJP from Hazaribagh, Jharkhand

Ravindra Pandey from Giridih, Ramtahal Chaudhary from Ranchi, Sudarshan Bhagat from Lohardaga

For Mumbai North Central, Poonam Mahajan

Sushma Swaraj from Vidisha (Madya Pradesh)

Narendra Singh Tomar (BJP) to contest from Gwalior
BJP leader Shahnawaz Hussain to contest from Bhagalpur

.