কৃষ্ণা-গোদাবরীর সংযোগস্থলে নৌকাডুবি, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

  বিজয়ওয়াড়াতে নৌকাডুবিতে ২৬ জনের মৃতের আশঙ্কা করা হয়েছে। এখনও নিখোঁজ বহু। চলছে উদ্ধারকাজ।

Updated By: Nov 12, 2017, 08:40 PM IST
কৃষ্ণা-গোদাবরীর সংযোগস্থলে নৌকাডুবি, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

নিজস্ব প্রতিবেদন:   বিজয়ওয়াড়াতে নৌকাডুবিতে ২৬ জনের মৃতের আশঙ্কা করা হয়েছে। এখনও নিখোঁজ বহু। চলছে উদ্ধারকাজ।

রবিবার ৩৮ জন যাত্রীকে নিয়ে কৃষ্ণা জেলার ইব্রাহিমপাটনম মণ্ডলে পবিত্র সঙ্গম ঘাটে উল্টে যায় নৌকাটি। অতিরিক্ত যাত্রীবহনের কারণেই নৌকাটি উলটে যায় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ২৬। সংখ্যাটা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন। শেষ পাওয়া খবরে, ১২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকার্য শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। উদ্ধারে হাত লাগিয়েছে স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীরা।

যাত্রীরা অধিকাংশই অন্ধ্রপ্রদেশের প্রকাশন জেলার অঙ্গোলের বাসিন্দা বলে প্রাথমিক সূত্রের খবর। নৌকাটি বেসরকারি সংস্থা সিম্পল ওয়াটার স্পোর্টসের ছিল। 

 

.