কান্ডার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

গীতিকা আত্মহত্যা কাণ্ডে প্রাক্তন হরিয়ানা মন্ত্রী গোপাল কান্ডাকে ১১ সেপ্টেম্বর অবধি জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লি আদালত। বিচারক ডি কে জাঙ্গালা মঙ্গলবার এই নির্দেশ দেন। দিল্লি পুলিস কান্ডাকে আর জেরা করবে না বলে জানানোর পরই আদালত এই রায় দেয়।

Updated By: Aug 28, 2012, 03:13 PM IST

গীতিকা আত্মহত্যা কাণ্ডে প্রাক্তন হরিয়ানা মন্ত্রী গোপাল কান্ডাকে ১১ সেপ্টেম্বর অবধি জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লি আদালত। বিচারক ডি কে জাঙ্গালা মঙ্গলবার এই নির্দেশ দেন। দিল্লি পুলিস কান্ডাকে আর জেরা করবে না বলে জানানোর পরই আদালত এই রায় দেয়।
অন্যদিকে গীতিকা শর্মা আত্মহত্যা মামলায় ক্রমশই জালে জড়িয়ে পড়ছেন হরিয়ানার পদত্যাগী মন্ত্রী গোপাল কান্ডা। এবার কান্ডাকে সরাসরি `প্লে-বয়` বললেন বলিউড অভিনেত্রী নূপুর মেহতা। খবরে প্রকাশ, `জো বলে সো নিহাল` খ্যাত এই হিরোইন অভিযোগ করে বলেন, সুন্দরী পরিবেষ্টিত থাকতে পছন্দ করেন হরিয়ানার এই প্রাক্তন মন্ত্রী। কান্ডার আরেক সহকর্মী অরুণা চাড্ডা তাঁকে মহিলার যোগান দিতেন বলেও অভিযোগ করেন তিনি। চাড্ডাও এই মুহূর্তে পুলিসি হেফাজতে।
সোমবার, সিরসায় কান্ডার বাড়িতে ফের তল্লাসি চালায় পুলিস। গীতিকা আত্মহত্যা মামলায় এক নৌ অফিসারেরও খোঁজ করছে পুলিস। সূত্রে খবর, এই নৌ অফিসার গীতিকার ছেলেবেলার বন্ধু। এঁদের দুজনের নিয়মিত যোগাযোগ ছিল বলেও জানতে পেরেছে পুলিস।
গতকালই জানা গিয়েছে এই মামলায় অঙ্কিতা সিং আরেক গুরুত্বপূর্ণ সাক্ষী হতে পারে বলে মনে করছে পুলিস। সম্প্রতি তিনি সিঙ্গাপুর থেকে দিল্লি ফিরেছেন। পুলিস সূত্রে জান গিয়েছে, তদন্তে সাহায্য করবেন বলে সায় দিয়েছেন অঙ্কিতা। গোয়ার মিন্ট ক্যাসিনোর মালকিন তথা কান্ডার এমডিএলআর গ্রুপের অন্যতম সদস্যা অঙ্কিতা। পুলিস রেকর্ড বলছে, ২০০৯-এ গোয়া পুলিসের কাছে অঙ্কিতা নিজেকে কান্ডার স্ত্রী বলে দাবি জানিয়েছিলেন। সেইসঙ্গে তাঁদের একটি সন্তান রয়েছে বলেও জানিয়েছিলেন ওই মহিলা। গীতিকার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিস অঙ্কিতাকে জেরা করেছে।
দিল্লি পুলিস মনে করছে, অঙ্কিতাকে জিজ্ঞাসাবাদ করলে গীতিকা আত্মহত্যার রহস্য অনেকটাই খোলসা হবে। এমডিএলআর এর প্রাক্তন কর্মী গীতিকা শর্মা তাঁর সুইসাইট নোটে অঙ্কিতারও নাম উল্লেখ করেছেন। নোট থেকে জানা গিয়েছে, অঙ্কিতা নামের এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল কান্ডার এবং তাঁদের একটি সন্তান থাকার বিষয়টিও নোটে উল্লেখ করেছেন গীতিকা। গীতিকার পরিবারের তরফেও জানানো হয়েছে, কান্ডার বিমানসংস্থায় কাজে ফিরে যাওয়ার জন্য গীতিকাকে বার বার ফোন করতেন অঙ্কিতা।

.