দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেসে বোমাতঙ্ক, গাজিয়াবাদে ‌যাত্রীদের নামিয়ে তল্লাশি

নিজস্ব প্রতিবেদন: বোমাতঙ্কে দাঁড় করিয়ে দেওয়া হল নিউদিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেসকে। শনিবার বিকালে ট্রেন ছাড়ার পরই রেলের দফতরে ফোন আসে, রাজধানী এক্সপ্রেসে বোমা রাখা হয়েছে। ওই ফোন পেয়েই গাজিয়াবাদে রাজধানী এক্সপ্রেস থামিয়ে দেওয়া হয়।

অারও পড়ুন-মাসখানেকের বিরতির পর ময়দানে নেমেই মোদীকে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক

সংবাদ সংস্থা এএনআইএর খবর অনু‌যায়ী গাজিয়াবাদে ট্রেন থামানোর পরই শুরু হয় তল্লাশি। চলে আসে স্নিফার ডগ। কামরা থেকে ‌যাত্রীদের নামিয়ে তা পরীক্ষা করে দেখেন বোম স্কোয়ার্ডের বিশেষজ্ঞরা।

আরও পড়ুন-'বেলগাড়ি' খোঁচায় কংগ্রেসে 'সার্জিক্যাল স্ট্রাইক' মোদীর 

শেষ খবর পাওয়া প‌র্যন্ত টানা এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে তল্লাশি। তার পর ট্রেন ছাড়ার সবুজ সংকেত দেওয়া হয়। সবেমিলিয়ে ট্রেন গাজিয়াবাদ থেকে ছাড়ে ৯০ মিনিট দেরিতে। তবে ওই ফোনটি ভুয়ো কিনা তা অবশ্য জানা ‌যায়নি। পাশাপাশি এও জানা ‌যায়নি ট্রেনে কোনও সন্দেহজনক বস্তু মিলেছে কিনা।

English Title: 
Bomb scare in Newdelhi-Howrah Rajdhani express, bomb sqard-sniffer dog came for searching
News Source: 
Home Title: 

দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেসে বোমাতঙ্ক, গাজিয়াবাদে ‌যাত্রীদের নামিয়ে তল্লাশি

দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেসে বোমাতঙ্ক, গাজিয়াবাদে ‌যাত্রীদের নামিয়ে তল্লাশি
Yes
Is Blog?: 
No
Section: