উড়ো ফোনে বোমাতঙ্ক চেন্নাইতে

উড়ো ফোনে বোমাতঙ্ক ছড়ালে চেন্নাই মহানগরীর অনতিদূরে আইটি পার্কের টাটা কনসালটেন্সি সার্ভিস (টিসিএস) অফিসে। দ্রুত ঘটনাস্থলে প‌‍ৌঁছে টিসিএস অফিস থেকে প্রায় ১০০০ কর্মীকে সরিয়ে দেয় পুলিস।

Updated By: Dec 16, 2011, 01:01 PM IST

উড়ো ফোনে বোমাতঙ্ক ছড়ালে চেন্নাই মহানগরীর অনতিদূরে আইটি পার্কের টাটা কনসালটেন্সি সার্ভিস (টিসিএস) অফিসে। দ্রুত ঘটনাস্থলে প‌‍ৌঁছে টিসিএস অফিস থেকে প্রায় ১০০০ কর্মীকে সরিয়ে দেয় পুলিস। তামিলনাড়ু পুলিসের বিস্ফোরক বিশষজ্ঞদের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযানে নামে।
বহুতল অফিসটি টাটা কন্সালটেন্সি সারভিসের প্রশিক্ষণ কেন্দ্র। আশপাশের বাড়িগুলিতে রয়েছে অন্যান্য বেশ কিছু তথ্যপ্রযুক্তি সংস্থার অফিস। এই পরিস্থিতিতে কোনওরকম ঝুঁকি না নিয়ে পুরো এলাকা ঘিরে অত্যাধুনিক বোমা চিহ্নিতকরণ সরঞ্জাম নিয়ে চিরুনিতল্লাশি শুরু করা হয়েছে।

.