বিরোধীদের চাপ সত্বেও পদত্যাগে নারাজ চিদাম্বরম
টুজি কাণ্ডে তাঁর ভূমিকা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা! সংসদে তাঁকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবির। এরই মধ্যে এক নতুন দুর্নীতিতে জড়িয়ে গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পালানিয়াপ্পন চিদাম্বরমের নাম।
টুজি কাণ্ডের পর পদের অপব্যবহার করে দুর্নীতি মামলায় অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার! ক্রমশই বিতর্কের বেড়াজালে জড়িয়ে পড়ছেন পালানিয়াপ্পন চিদাম্বরম। বৃহস্পতিবারের পর এদিনও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফার দাবিতে সংসদ অচল করেছে বিরোধীরা। যদিও সম্মিলিত বিরোধী পক্ষের প্রবল চাপের মুখে পড়েও কোনও অবস্থাতেই পদ ছাড়তে নারাজ তামিলনাড়ুর কংগ্রেস নেতা।
একটি সর্বভারতীয় দৈনিকে প্রকাশিত খবরের ভিত্তিতে বৃহস্পতিবার চিদাম্বরমের পদত্যাগের দাবিতে সংসদে সরব হন বিরোধীরা। প্রকাশিত খবরে বলা হয়েছে, চলতি বছরের মে মাসে প্রতারণা ও জালিয়াতির দায়ে অভিযুক্ত হোটেল ব্যবসায়ী এস পি গুপ্তার বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করে দিল্লি পুলিস। রাজধানী দিল্লির পুলিস বাহিনী সরাসরি নর্থ ব্লকের নিয়ন্ত্রণাধীন। দৈনিক পত্রিকাটির প্রতিবেদনে জানান হয়, কেন্দ্রীয় স্বারষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশই প্রত্যাহৃত হয় এস পি গুপ্তার বিরুদ্ধে দায়ের করা দিল্লি পুলিসের এফআইআর।
যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আর কে সিং প্রথমে এফআইআর প্রত্যাহার সংক্রান্ত খবরের সত্যতা স্বীকার করেননি। কিন্তু বৃহস্পতিবার বিকেলে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তেজেন্দ্র খান্না অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত খারিজ করার আদেশ জারির পর ঘটনার সত্যতা সম্পর্কে যাবতীয় সংশয়ের অবসান হয়।
রাজীব গান্ধী এবং সোনিয়া গান্ধীর জাল `লেটারহেড` ব্যবহার, কয়েক কোটি টাকা প্রতারণা, কর ফাঁকি-সহ নানা গুরুতর ফৌজদারী অভিযোগ রয়েছে এস পি গুপ্তার বিরুদ্ধে।
এ হেন কলঙ্কিত ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য কেন তত্পর হলেন পি চিদাম্বরম?
প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে, ১৯৯৯ সালে এস পি গুপ্তার আইনজীবী ছিলেন তামিলনাড়ুর শিবগঙ্গার কংগ্রেস সাংসদ পি চিদাম্বরম। কয়েকটি জালিয়াতি মামলায় আদালতে এস পি গুপ্তার হয়ে সওয়ালও করেছিলেন তিনি। মন্ত্রী হওয়ার পর পদের অপব্যবহার করে পূর্বতন মক্কেলের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে করান চিদাম্বরম।
এই পরিস্থিতিতে চিদাম্বরমের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবারের পর এদিনও উত্তাল হয়ে ওঠে লোকসভা ও রাজ্যসভা। কিছুদিন আগেই টুজি কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে রাজ্যসভা ও লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফার দাবিতে প্রবল শোরগোল করেন এনডিএ সাংসদরা। প্রবল গণ্ডগোলের ফলে প্রথমে দুপুর এবং পরে সোমবার পর্যন্ত মুলতুবি হয়ে যায় সংসদের উভয় কক্ষের অধিবেশন।