প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি বরিস জনসন! ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ মোদীর

এনিয়ে এখনও কিছু বলেনি, ভারতে অবস্থিত ব্রিটিশ দূতাবাস।

Updated By: Dec 2, 2020, 07:31 PM IST
প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি বরিস জনসন! ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ মোদীর

নিজস্ব প্রতিবেদন: আগামী বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সূত্রের খবর, গত ২৭ নভেম্বর জনসনের সঙ্গে ফোনালাপের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ওই আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন- শুভেন্দু এলে বিজেপির লাভ, ওঁর সঙ্গে ভোটব্যাঙ্কও আসবে: মুকুল

এদিকে, ভারতের আমন্ত্রণে সাড়া দিয়ে ২০২১ সালে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বরিস জনসন আসবেন কিনা তা এখনও নিশ্চিত করা হয়নি ১০ ডাউনিং স্ট্রিটের তরফে। পাশাপাশি এনিয়ে এখনও কিছু বলেনি, ভারতে অবস্থিত ব্রিটিশ দূতাবাস।

আরও পড়ুন-ছাড়পত্র পেল ফাইজার, দীর্ঘ অপেক্ষার পর শুরু হতে চলেছে গণটিকাকরণ

বিদেশ মন্ত্রক সূত্রে খবর, গত শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে করোনা মহামারী নিয়েই কথা হয়েছে প্রধানমন্ত্রী মোদীর। পাশাপাশি ব্যবসা, বিনিয়োগ, শিক্ষায় সহযোগিতা নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়।

উল্লেখ্য, ২০২০ সালে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ার বলসোনারো।

.