জম্মুর ভারত-পাকিস্তান সীমান্তে মিলল ১৪ ফুট সুরঙ্গ
ব্যুরো: পাহাড়, জঙ্গল, কাঁটাতার পেরিয়ে ভারতে জঙ্গি ঢোকানোর চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। হাতেনাতে মিলল তার প্রমাণ। জম্মুর বিক্রম ও প্যাটেল সেনা চৌকির মাঝে দমালা নালার কাছে সীমান্তে কাঁটাতারের বেড়ার নীচে মিলেছে ১৪ ফুট গভীর সুড়ঙ্গ। শুধু তাই নয়, সুরঙ্গের পাশ থেকে উদ্ধার হয়েছে অস্ত্রশস্ত্রও। যা থেকে বেশ বোঝা যাচ্ছে, বড়সড় চক্রান্ত চালাচ্ছে পাকিস্তান। বিএসএফের সন্দেহ, সুড়ঙ্গপথেই জঙ্গিদের বড়সড় দলকে ভারতে ঢোকানোর ছক কষা হয়।
বিএসএফ সূত্রে খবর, সুড়ঙ্গের পাশ থেকে উদ্ধার হয়েছে এ কে ফর্টিসেভেনের ম্যাগাজিন, হ্যান্ড গ্রেনেড, এলইডি হেড লাইটস, ব্যাটারি, কম্পাস, ছুরি, যন্ত্রপাতি, গ্যাসের স্টোভ, রেনকোট, বেশ কয়েকদিনের খাবার, খাবারের প্যাকেটের ওপর উর্দুতে লেখা নাম।
এদিকে সুড়ঙ্গ বিতর্কের মাঝেই পুঞ্চে সোমবার ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানের। মৃত ২ ভারতীয় নাগরিক। অন্যদিকে কেরন সেক্টরে পাক অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে সেনা।