লোকসভা নির্বাচনে প্রভাব ফেলবে এই বাজেট, মন্তব্য মনমোহন সিংয়ের
পীয়ূষ গোয়েলের মন্তব্য, এই বাজেট অন্তর্বর্তিকালীন বাজেট নয়, দেশের মানুষের কাছে উন্নয়ণ পৌঁছে দেওয়া বাজেট
নিজস্ব প্রতিবেদন: লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই এই বাজেট তৈরি করেছে সরকার। এমনটাই প্রতিক্রিয়া প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। তবে মনমোহন একটা কথা স্বীকার করে নিতে একপ্রকার বাধ্যই হয়েছেন, লোকসভা ভোটে প্রভাব ফেলবে এই বাজেট।
আরও পড়ুন-এটা বাজেটের ট্রেলার, নির্বাচনের পর উন্নতির পথে হাঁটবে দেশ: মোদী
আয়করের সীমা বাড়ানো থেকে শুরু করে কৃষকদের জন্য বিশেষ ছাড়, তপসিলি জাতি উপজাতিদের উন্নয়নে বরাদ্দ বৃদ্ধি, শিশু বিকাশ খাতে খরচ বাড়ানো থেকে প্রতিরক্ষায় বিশাল বিনিয়োগ করে বিরোধীদের হাত-পা এক প্রকার বেঁধে দিয়েছে মোদী সরকার। এরকম এক অবস্থায়, মনমোহন সিংয়ের বক্তব্য, কৃষক ও মধ্যবিত্তদের জন্য সুবিধে দেওয়া হয়েছে তার প্রভাব লোকসভা নির্বাচনে পড়বে।
এবার বাজেটে ৫ লাখ টাকা পর্যন্ত কোনও আয়কর লাগবে না। পাশাপাশি দুপই একর নীচে জমির মালিকদের ৬০০০ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে। এতেই মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্তদের মন জয় করতে পারবে সরকার। বাজেট পেশ করার সময় অবশ্য পীয়ূষ গোয়েলের মন্তব্য, এই বাজেট অন্তর্বর্তিকালীন বাজেট নয়, দেশের মানুষের কাছে উন্নয়ণ পৌঁছে দেওয়া বাজেট।
আরও পড়ুন-বাজেটে কোথায় কোথায় কমল বরাদ্দ? কী বললেন মুখ্যমন্ত্রী?
একনজরে এবারের বাজেট
- ব্যাঙ্ক পোস্ট অফিসের সুদে ৪০,০০০ টাকা পর্যন্ত সুদ নয়।
- স্ট্যান্ডার্ড ডিডাকশন বেড়ে হল ৫০,০০০ টাকা।
- আমানত মিলে ৬.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না আয়কর।
- ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর ছাড়।
- তপশিলি উপজাতি বিকাশে ২৮ শতাংশ বৃদ্ধি।
- তপশিলি বিকাশে ৭৬.৮ কোটি টাকা। ৩৫ শতাংশ বৃদ্ধি।
- ২৭.৫৮৪ কোটি টাকা শিশু বিকাশ খাতে।
- ৩৮.৫৭২ কোটি টাকা শিক্ষা খাতে।
- ৩.২৭ হাজার কোটি টাকা সরকারি প্রকল্পে খরচের প্রস্তাব।
- ২০১৯ রাজকোষ ঘাটতি ৩.৪ শতাংশ থাকার প্রস্তাব। চলতি বছরে ৩.৩ শতাংশে বাঁধতে পারতাম। কিন্তু কৃষকদের ২০০০০ কোটি টাকা দেওয়ায় ঘাটতি বেড়েছ।
- আগামী দশকে পরিকাঠামো ও সামাজিক পরিকাঠামো উন্নয়ে জোর।
- নতুন আইনে ৬০০০০ কোটি টাকার দেশিয় সম্পত্তি ও ১২০০০ কোটি টাকার বিদেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
- সমস্ত রাজ্যের ১৪ শতাংশ করসংগ্রহ বৃদ্ধি নিশ্চিত করেছে কেন্দ্রীয় সরকার।
- জিএসটি লাগু হওয়ার পর থেকে ক্রমশ কমানো হয়েছে করের চাপ।
- স্বাধীনতার পর থেকে দেশের সব থেকে বড় ট্যাক্স সংস্কার GST লাগু করেছে আমাদের সরকার।
- আগামী বছর থেকে স্ক্রুটিনিতেও যেতে হবে না আয়কর অফিসে।
- ২৪ ঘণ্টার মধ্যে গ্রহণ করা হবে আয়কর রিটার্ন। অ্যাকাউন্টে জমা পড়বে টাকা।
- পাঁচ বছরে কর সংগ্রহ ৬.৩৮ কোটি থেকে বেড়ে হয়েছে ১২ লক্ষ কোটি টাকা।
- দালালরাজ রুখতে সরাসরি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দিচ্ছে সরকার।
- গত ৫ বছরে ৩৪ কোটি জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে।
- ভারতে ফোন করার খরচ গোটা বিশ্বে সর্বনিম্ন।
- মাসে মোবাইল ডেটা ব্যবহার ৫০ গুণ বেড়েছে।
- উত্তরপূর্ব ভারতের জন্য ২১ শতাংশ বরাদ্দ বেড়েছে।
- উত্তরপূর্বে ব্যাপক পরিকাঠামো উন্নয়ন হয়েছে।
- গত ৫ বছরে সৌরবিদ্যুত্ উত্পাদন বেড়েছে ১০ গুণ।
- ভারতীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে বিশ্বমানের বন্দে ভারত এক্সপ্রেস।
- রেলে প্রহরীহীন লেভেল ক্রসিং তুলে দেওয়া হয়েছে।
- বিশ্বে সব থেকে দ্রুত রাস্তা তৈরি হচ্ছে ভারতে।
- অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য মাসে ৩,০০০ টাকা পেনশনের ব্যবস্থা।
- শ্রমিকদের বোনাস দ্বিগুণ হয়ে হল ৭,০০০ টাকা।
- জিএসটিতে নথিভুক্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঋণের সুদে ২ শতাংশ ছাড় পাবে।
- প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় ১ কোটি যুবকেক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
- উজ্জ্বলা যোজনার অধীনে বিনামূল্যে ৬ কোটি গ্যাস কানেকশন দেওয়া হয়েছে।
- যাযাবর সম্প্রদায়গুলির উন্নয়নে বোর্ড তৈরি প্রস্তাবনা।
- অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ৫০ শতাংশ বাড়ানো হয়েছে।
- কর্মরত অবস্থায় মৃত্যুতে ক্ষতিপূরণ ৬ লক্ষ টাকা করা হয়েছে।
- গত ৫ বছরে শ্রমিকদের বেতনে ৪২ শতাংশ বৃদ্ধি হয়েছে। ESI-এর স্তর ২১,০০০ টাকা করা হয়েছে।
- সময় মতো ঋণ শোধ করলে আরও ৩ শতাংশ ছাড়।
- কিসান ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রাণীপালক ও মত্স্যজীবীরা ঋণ নিলে সুদে ২ শতাংশ ছাড়।
- কৃষককে সম্মানজনক জীবন দিতে এই সিদ্ধান্ত।
- বছরে মোট ৭৫,০০০ কোটি টাকা খরচ হবে সরকারের।
- ১ ডিসেম্বর ২০১৮ থেকে শুরু হবে এই প্রকল্প। খুব তাড়াতাড়ি মিলবে প্রথম কিস্তি।
- ১২ কোটি কৃষক উপকৃত হবে।
- বছরে ৩ বার ২,০০০ টাকা করে পাবেন কৃষকরা।
- প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি। ছোট কৃষকদের ২ হেক্টর পর্যন্ত। তাদের অ্যাকাউন্টে প্রতি বছর ৬,০০০ টাকা।