দেশের উপনির্বাচনের ফলাফল-LIVE Result:মোদীর ছেড়ে আসা আসনে ফুটল পদ্ম ফুল, বদোদরায় জয়ী বিজেপি

পশ্চিমবঙ্গের দুটি আসনের সঙ্গেই আজ দেশের নটি রাজ্যের মোট ৩২টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোট গণনা চলছে।  পাশাপাশি ভোট গণনা তিনটি লোকসভা আসনেরও। নরেন্দ্র মোদীর ছেড়ে দেওয়া ভদোদরা লোকসভা কেন্দ্রের সঙ্গেই আজ গুজরাটের নটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে।  উত্তরপ্রদেশ থেকে এবারে দুটি আসনে জিতে লোকসভায় গিয়েছেন মুলায়ম সিং যাদব।

Updated By: Sep 16, 2014, 11:24 AM IST
দেশের উপনির্বাচনের ফলাফল-LIVE Result:মোদীর ছেড়ে আসা আসনে ফুটল পদ্ম ফুল, বদোদরায় জয়ী বিজেপি

ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গের দুটি আসনের সঙ্গেই আজ দেশের নটি রাজ্যের মোট ৩২টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোট গণনা চলছে।  পাশাপাশি ভোট গণনা তিনটি লোকসভা আসনেরও। নরেন্দ্র মোদীর ছেড়ে দেওয়া ভদোদরা লোকসভা কেন্দ্রের সঙ্গেই আজ গুজরাটের নটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে।

 

১১টা ১৯:   উত্তরপ্রদেশে বিজেপির বড় ধাক্কা। ভারতীয় জনতা পার্টির দূর্গে সমাজবাদী পার্টির ধাক্কা।

১০ টা ৩৯: উত্তরপ্রদেশ: চারখারিতে ১৫ দফা গণনা শেষে সমাজবাদী পার্টি প্রার্থী কাপ্তান সিং এগিয়ে ২৬,১৬২ ভোটে।

১০টা ৩৭: উত্তরপ্রদেশ: মানপুর কেন্দ্রে সমাজবাদী প্রার্থী তেজ প্রতাপ সিং ১ লক্ষ ভোটে এগিয়ে।

১০ টা ১৭: বদোদরা আসনে জয়ী বিজেপি।

১০ টা ১৭: উওরপ্রদেশে ৯টি আসনে এগিয়ে সপা, বিজেপি ২টি তে।

১০ টা ১০:  রাজস্থান: ৩টি আসনে এগিয়ে কংগ্রেস। বিজপি এগিয়ে ১টি আসনে।

১০ টা ০৬: পশ্চিমবঙ্গ: ১০২৬০ ভোটে বসিরহাট দক্ষিণ কেন্দ্রে এগিয়ে প্রাক্তণ ফুটবলার দীপেন্দু বিশ্বাস।

৯টা ৫৫: গুজরাট: ৬টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস ৩ টি আসনে।

৯টা ৫৩: উত্তরপ্রদেশ: সপা এগিয়ে ৮টি আসনে। বিজেপি ৩টি আসনে।

৯টা ৪০:   উত্তরপ্রদেশ: এগিয়ে সমাজবাদী পার্টি। রহোনিয়া বিধানসভা আসনে এগিয়ে বিজেপি। এটি বারানসি লোকসভা কেন্দ্রের অধীনে।

৯টা ৩৮: পশ্চিমবঙ্গ: ৭৪৭৪ ভোটে বসিরহাট দক্ষিণ কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী।

৯টা ৩২: উত্তরপ্রদেশ: বিজপুর আসনে চতুর্থ রাউন্ড গনণা শেষে বিজেপির হেমেন্দ্র পাল সিং এগিয়ে। দ্বিতীয় স্থানেতে সপার রুচা বিরা।

৯টা ৩০:  টি আর এস এগিয়ে তেলেঙ্গানার মেদাক আসনে।

৯টা ২৭: রামকুমার বর্মা এগিয়ে উত্তরপ্রদেশের নিগাসন আসনে।

৯টা ২৩:  উত্তরপ্রদেশের ৬টি আসনে এগিয়ে সমাজবাদী পার্টি। বিজেপি এগিয়ে ৫টি তে।

৯টা ২১:  উত্তরপ্রদেশ: একটি করে আসনে এগিয়ে বিজেপি ও সপা।

৯টা ১৯: চৌরঙ্গিতে এগিয়ে কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক।

৯টা ১৬: রাজস্থানের তিনটি আসনে এগিয়ে বিজেপি।

৯টা ০৭: পশ্চিমবঙ্গ: বসিরহাট দক্ষিণ ও চোরঙ্গি, দুটি আসনেই এগিয়ে তৃণমূল।

৯টা ০৪: উত্তরপ্রদেশ: লখনউ, সাহারনপুর, মুরাদাবাদ আসনে এগিয়ে বিজেপি। সপা এগিয়ে ছারকারি।

৯টা ০২: রাজস্থানের প্রথম দিকের ফল। দুটি করে আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস।

৯টা ০১:  অন্ধ্রপ্রদেশে নন্দীগামা আসনে এগিয়ে টিডিপি।

সকাল ৮.৩০টা- গুজরাটের ৮টি বিধানসভা  কেন্দ্রে গণনা শুরু বিজেপি এগিয়ে ৪টিতে, কংগ্রেস এগিয়ে ৪টিতে। রাজস্থানে দুটি কেন্দ্রে বিজেপির সঙ্গে কড়া টক্কর চলছে কংগ্রেসের।

সকাল ৮টা-ভোটগণনা শুরু হল।

 

  উত্তরপ্রদেশ থেকে এবারে দুটি আসনে জিতে লোকসভায় গিয়েছেন মুলায়ম সিং যাদব। ওই দুটি আসনের মধ্যে সপা সুপ্রিমোর ছেড়ে দেওয়া মৈনপুরী কেন্দ্রে উপনির্বাচনেরও আজ ফল ঘোষণা। ভোট গণনা উত্তর প্রদেশের মোট এগারোটি বিধানসভা আসনের উপ নির্বাচনেরও। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হয়েই মেডক লোকসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কে চন্দ্রশেখর রাও।  সেই উপনির্বাচনেরও ফল ঘোষণা হবে আজ।

.