সিবিআইকে স্বশাসিত করতে শীর্ষ আদালতে হলফনামা দিল কেন্দ্র
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে স্বনিয়ন্ত্রিত করার লক্ষ্যে সুপ্রিমকোর্টে হলফনামা দিল কেন্দ্র সরকার।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে স্বনিয়ন্ত্রিত করার লক্ষ্যে সুপ্রিমকোর্টে হলফনামা দিল কেন্দ্র সরকার।
হলফনামায় বলা হয়েছে:
-সিবিআই প্রধানের নিয়োগ করবে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেত্রী ও প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত কমিটি।
- একমাত্র রাষ্ট্রপতির নির্দেশেই সিবিআই প্রধানকে পদচ্যুত করা যাবে।
- সিবিআই প্রধানের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত করবে সরকারের মোতায়েন করা কমিশন।
- দু`বছরের আগে সিবিআই প্রধানকে অপসারণ করা যাবে না।
১০ অগাস্ট এই মামলার শুনানি রয়েছে সুপ্রিমকোর্টে। বুধবার কেন্দ্র সরকার সুপ্রিমকোর্টে হলফনামা দাখিল করার আগে অর্থমন্ত্রী পি চিদম্বরমের নেতৃত্বাধীন মন্ত্রিগোষ্ঠী এটিকে ছাড়পত্র দেয়।