আমলাতন্ত্রের `পোশাক` খুলতে চায় সিবিআই

উপর মহলের চাপ থেকে মুক্ত হতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার সুপ্রিম কোর্টকে একথাই জানালো সিবিআই। সংস্থার স্বকীয়তা বজায় রাখতে আমলাতন্ত্রে চাপ কাটিয়ে ওঠা জরুরি বলে জানিয়ে সিবিআই।

Updated By: Sep 10, 2013, 08:53 PM IST

উপর মহলের চাপ থেকে মুক্ত হতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার সুপ্রিম কোর্টকে একথাই জানালো সিবিআই। সংস্থার স্বকীয়তা বজায় রাখতে আমলাতন্ত্রে চাপ কাটিয়ে ওঠা জরুরি বলে জানিয়ে সিবিআই।
সিবিআইয়ের তরফে প্রবীণ আইনজীবী অমরেন্দ্র শারান বলেন, "আমরা বাবু জমানা থেকে মুক্ত হতে চাই।" উপর মহলের সম্মতি ছাড়া কিছু করা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। ফলে হাত পা বাঁধা পড়ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।
সিবিআইয়ের আর্জিকে গুরুত্ব দিয়ে অ্যাডভোকেট জেনারেল জি ই ভাহানভতিকে এবিষয়ে বিবৃতি দিতে বলছে শীর্ষ আদালত। সিদ্ধান্ত জানানোর জন্য বেশ খানিকটা সময় চেয়েছেন ভাহানভতিক।

.