ঘোষিত হল সিবিএসই দশমের ফল, ৫ শতাংশ কমল পাসের হার

ঘোষিত হল সিবিএসই দশমের ফল । ৫ শতাংশ কমল পাসের হার। ফল ঘোষণা করা হল দিল্লির অফিস থেকে। cbse.nic.in, cbseresult.nic.in, examresult.net, results.nic.in ওয়েবসাইটগুলিতে ফল দেখে নিতে পারেন পরীক্ষার্থীরা। তিরুবনন্তপুরমে পাসের হার সর্বোচ্চ। ৯৯.৮৫ শতাংশ। চেন্নাইয়ে ৯৯.৬২ শতাংশ ও এলাহাবাদে ৯৮.২৩ শতাংশ। গত বছরের তুলনায় ১৩ শতাংশ কমে দিল্লিতে পাসের হার ৮৭.০৯ শতাংশ। সারা দেশে পাসের হার ৯০.৯৫ শতাংশ। গত রবিবার সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হয়। ৯৯.৬ শতাংশ নম্বর পেয়ে প্রথম হন কলা বিভাগের ছাত্রী রক্ষা গোপাল। পাসের হার ছিল ৮২ শতাংশ। দ্বাদশ শ্রেণির ফল প্রকাশের সময় কলকাতার কয়েকটি স্কুলের কয়েক হাজার পড়ুয়া দীর্ঘক্ষণ ওয়েবসাইটে ফল জানতে পারেননি। কলকাতার ছাত্রছাত্রীরাও দশম শ্রেণির ফল ওয়েবসাইটে ঠিকমতো দেখতে পারছেন না বলে অভিযোগ। 

Updated By: Jun 3, 2017, 07:27 PM IST
ঘোষিত হল সিবিএসই দশমের ফল, ৫ শতাংশ কমল পাসের হার

ওয়েব ডেস্ক: ঘোষিত হল সিবিএসই দশমের ফল । ৫ শতাংশ কমল পাসের হার। ফল ঘোষণা করা হল দিল্লির অফিস থেকে। cbse.nic.in, cbseresult.nic.in, examresult.net, results.nic.in ওয়েবসাইটগুলিতে ফল দেখে নিতে পারেন পরীক্ষার্থীরা। তিরুবনন্তপুরমে পাসের হার সর্বোচ্চ। ৯৯.৮৫ শতাংশ। চেন্নাইয়ে ৯৯.৬২ শতাংশ ও এলাহাবাদে ৯৮.২৩ শতাংশ। গত বছরের তুলনায় ১৩ শতাংশ কমে দিল্লিতে পাসের হার ৮৭.০৯ শতাংশ। সারা দেশে পাসের হার ৯০.৯৫ শতাংশ। গত রবিবার সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হয়। ৯৯.৬ শতাংশ নম্বর পেয়ে প্রথম হন কলা বিভাগের ছাত্রী রক্ষা গোপাল। পাসের হার ছিল ৮২ শতাংশ। দ্বাদশ শ্রেণির ফল প্রকাশের সময় কলকাতার কয়েকটি স্কুলের কয়েক হাজার পড়ুয়া দীর্ঘক্ষণ ওয়েবসাইটে ফল জানতে পারেননি। কলকাতার ছাত্রছাত্রীরাও দশম শ্রেণির ফল ওয়েবসাইটে ঠিকমতো দেখতে পারছেন না বলে অভিযোগ। 

সঞ্জয় দত্ত-র ছবি ‘ভূমি’-র সেটে আগুন!

.