Breaking News: প্রকাশিত হল CBSE দ্বাদশের ফল

প্রকাশিত হল CBSE দ্বাদশের ফল। ফল দেখা যাবে http://cbse.nic.in/newsite/, http://cbseresults.nic.in/cbseresults_cms/Public/Home.aspx

Updated By: May 2, 2019, 01:08 PM IST
Breaking News: প্রকাশিত হল CBSE দ্বাদশের ফল

নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত হল CBSE দ্বাদশের ফল। ফল দেখা যাবে http://cbse.nic.in/newsite/, http://cbseresults.nic.in/cbseresults_cms/Public/Home.aspx

আরও পড়ুন-ধেয়ে আসছে ভয়ঙ্করতম ঝড় 'ফণী', দিঘা-সহ রাজ্যের সমুদ্র পর্যটনকেন্দ্রগুলিতে চূড়ান্ত সতর্কতা

এবছর সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা নেওয়া হয়েছিল এবছর ফেব্রুয়ারি-মার্চ মাসে। ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ৩ এপ্রিল পর্যন্ত চলেছিল CBSE-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা। সবে মিলিয়ে পরীক্ষায় বসেছিলেন মোট ৩১,১৪,৮২১ জন পরীক্ষার্থী। গোটা দেশে ৪,৯৭৪ কেন্দ্রে ওই পরীক্ষা নেওয়া হয়। দ্বাদশ শ্রণির পরীক্ষায় বসেছিলেন প্রায় ১৩ লাখ পরীক্ষার্থী।

আরও পড়ুন-উস্কানিমূলক মন্তব্যের জন্য ৭২ ঘণ্টা ‘নজরবন্দি’ ভোপালের বিজেপি প্রার্থী প্রজ্ঞা সিং

কীভাবে জানা যাবে ফলাফল

যেতে হবে বোর্ডের ওয়েবসাইট cbse.nic.in-এ

সিলেক্ট করতে হবে রেজাল্টস।

ক্লিক করতে হবে সিবিএসই ক্লাস টুয়েলভ রেজাল্ট ২০১৯

এরপর অ্যাডমিট কার্ডের বিস্তারিত তথ্য দিলেই ফলাফল পাওয়া যাবে।

.