আজ প্রকাশিত হচ্ছে CBSE-এর দ্বাদশ শ্রেণীর ফলাফল

আজ প্রকাশিত হচ্ছে  CBSE  -র দ্বাদশ শ্রেনীর পরীক্ষার ফল। দুপুর বারোটা থেকে ওয়েবসাইটের মাধ্যেম পরীক্ষার ফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। ওয়েবসাইটি হল এবছর ১০ লক্ষের বেশি ছাত্র ছাত্রী এই পরীক্ষা  দিয়েছিলেন। পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল জানতে পারবেন cbse.nic.in, cbseresults.nic.in এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে।

Updated By: May 25, 2015, 09:56 AM IST
আজ প্রকাশিত হচ্ছে CBSE-এর দ্বাদশ শ্রেণীর ফলাফল

ওয়েব ডেস্ক: আজ প্রকাশিত হচ্ছে  CBSE  -র দ্বাদশ শ্রেনীর পরীক্ষার ফল। দুপুর বারোটা থেকে ওয়েবসাইটের মাধ্যেম পরীক্ষার ফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। ওয়েবসাইটি হল এবছর ১০ লক্ষের বেশি ছাত্র ছাত্রী এই পরীক্ষা  দিয়েছিলেন। পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল জানতে পারবেন cbse.nic.in, cbseresults.nic.in এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে।

রেজাল্ট জানবার পদ্ধতি:
* অফিসিয়াল ওয়েবসাইটে (cbse.nic.in অথবা cbseresults.nic.in ) যান।
* 'Results 2015' -এ ক্লিক করুন।
* নিজের ID এবং সিকিউরিটি কোড দিন।
*  'Show Result' -এ ক্লিক করুন।

.