প্রকাশিত CBSE দশমের রেজাল্ট, কীভাবে জানবেন নম্বর? রইল বিস্তারিত তথ্য

পাশের হার ৯৯.০৪ শতাংশ।

Updated By: Aug 3, 2021, 02:15 PM IST
 প্রকাশিত CBSE দশমের রেজাল্ট, কীভাবে জানবেন নম্বর? রইল বিস্তারিত তথ্য

নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বোর্ডের (CBSE) দশম শ্রেণির রেজাল্ট। পাশের হার ৯৯.০৪ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৯১.৪৬ শতাংশ। এবছর প্রায় ৮ শতাংশ বেড়েছে পাশের হার।  

কীভাবে দেখবেন CBSE দশম শ্রেণির রেজাল্ট?

জানা গিয়েছে, cbseresults.nic.in ওয়েব সাইটে লগইন করে রেজাল্ট দেখা যাবে। এছাড়া এসএমএস, উমাঙ্গ অ্যাপ (Umang app) অবং ডিজিলগারের (Digilocker) মাধ্যমেও রেজাল্ট দেখতে পারবেন পড়ুয়ারা। করোনার কারণে এ বছর বাতিল হয়ে য়ায় CBSE পরীক্ষা। একটি গাণিতিক পদ্ধতিতে রেজাল্ট প্রকাশের সিদ্ধান্ত নেয় বোর্ড। ২০২০-র CBSE পরীক্ষায় ৪১ হাজার ৮০৪ জন পড়ুয়া ৯৫ শতাংশের বেশি নম্বর স্কোর করেন। ২০১৯-এর সেই সংখ্যাটা ছিল ৫৭ হাজার। গত বছর পাশের হার ছিল ৯১.৪৬ শতাংশ। ২০১৯-এ সেই সংখ্যাটি ছিল ৯১.১০ শতাংশ।

আরও পড়ুন: Video: জম্মু-কাশ্মীরের রঞ্জিত সাগর ড্যামে ভেঙে পড়ল Army copter, চলছে তল্লাশি

আরও পড়ুন: Petrol Price Hike: দিল্লির রাজপথে অভিনব প্রতিবাদ, Cycle Rally করলেন Rahul Gandhi

Central Board of Secondary Education (CBSE) declares Class X results. pic.twitter.com/IM60NhyX7d

— ANI (@ANI) August 3, 2021

.