সুপ্রিমকোর্টের নির্দেশ অনুযায়ী ফল প্রকাশ হল AIPMT-র
সুপ্রিমকোর্টের নির্দেশ অনুযায়ী ফল প্রকাশ হল AIPMT-র
ওয়েব ডেস্ক: প্রকাশিত হল অল ইন্ডিয়া প্রি-মেডিক্যাল টেস্টের রেজাল্ট।
সুপ্রিমকোর্টের নির্দেশে গত ২৫ জুলাই এআইপিএমটি রি-টেস্ট নিয়েছিল সিবিএসসি। আরেকবার কোনও রকম দূর্নীতি আটকাতে নিশ্ছিদ্র নিরাপত্তার আয়োজন করা হয়েছিল। কড়াকড়ি করা হয়েছিল নিয়মাবলী।
''পরীক্ষার জন্য মোট ৬ লক্ষ ৩২ হাজার ৬২৫ জন আবেদন করেছিল। অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিল যদিও ৪ লক্ষ ২২ হাজার ৮৫৯ জন। দেশ ও বিদেশ মিলিয়ে মোট ৫০টি শহরের ১,০৬৫টি কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয়েছিল।'' জানানো হয়েছে সিবিএসএসির তরফ থেকে।
সুপ্রিমকোর্টের আদেশ অনুযায়ী ১৭ অগাস্টের মধ্যেই এআইপিএমটি-র রেজাল্ট প্রকাশ করার কথা ছিল সিবিএসএসি-র। সেই নির্দেশ মেনেই আজই প্রকাশিত হচ্ছে ফলাফল।
১০টি রাজ্যে প্রশ্নপত্র ফাঁস ও ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে উত্তর ছড়িয়ে পড়ার অভিযোগ প্রমাণিত হওয়ার পর শীর্ষ আদালত ৩ মে ও বছরের এআইপিএমটি-র ফল প্রকাশে নিষেধাজ্ঞা জারি করে ও পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয়।