গতরাতের পর আজ ফের গ্রেনেড হামলা জম্মু কাশ্মীরে
গতরাতের পর আজ ফের গ্রেনেড হামলা জম্মু কাশ্মীরে। সোপিয়ানে জামা মসজিদের বাইরে গ্রেনেড বিস্ফোরণে জখম অন্তত দশজন। কাল গভীর রাতে শ্রীনগর থানা লক্ষ্য করেও চলে জঙ্গিহানা।পুলিসকে লক্ষ্য করে ছোঁড়া হয় গ্রেনেড। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি CRPF-র এক ASI। রাতভর সীমান্তে অস্ত্রবিরতি লঙ্ঘন পাকসেনারও। গুলি চলে পুঞ্চ, ভিম্বর এবং আখনুরে।
ওয়েব ডেস্ক: গতরাতের পর আজ ফের গ্রেনেড হামলা জম্মু কাশ্মীরে। সোপিয়ানে জামা মসজিদের বাইরে গ্রেনেড বিস্ফোরণে জখম অন্তত দশজন। কাল গভীর রাতে শ্রীনগর থানা লক্ষ্য করেও চলে জঙ্গিহানা।পুলিসকে লক্ষ্য করে ছোঁড়া হয় গ্রেনেড। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি CRPF-র এক ASI। রাতভর সীমান্তে অস্ত্রবিরতি লঙ্ঘন পাকসেনারও। গুলি চলে পুঞ্চ, ভিম্বর এবং আখনুরে।
বিএসএফের দাবি, নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা ছাউনি লক্ষ্য করে ভোর পর্যন্ত চলে গুলিবৃষ্টি। জবাবে গুলি চালায় ভারতীয় জওয়ানরাও। তবে সীমান্তে এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। সকাল থেকে পুঞ্চে জারি হয়েছি কারফিউ।