নিয়ন্ত্রণরেখায় প্রবল গোলাগুলি পাকিস্তানের, রাজৌরিতে শহিদ মেজর সহ ৩ জওয়ান
এবছর এখনও পর্যন্ত ৭৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাকিস্তান
নিজস্ব প্রতিবেদন: জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় ফের গোলাগুলি শুরু করল পাকিস্তান। আর সেই গুলিতেই প্রাণ হারালেন ১ মেজর সহ ৩ সেনা জওয়ান।
শনিবার বেলা বারোটার পর রাজৌরির কেরি সেক্টরে প্রবল গোলবর্ষণ শুরু করে পাক সেনা। আজ কেরি সেক্টরে টহলদারিতে ছিল ১২০ নম্বর ব্যাটালিয়ান। তারাই ওই গুলির মুখে পড়ে যায়।
সেনা সূত্রে সংবাদ মাধ্যমের খবর, পাক সেনার গুলিতে শহিদ হয়েছেন মেজর প্রফুল্ল আম্বাদাস, লান্স নায়েক গুরমেল সিং, সিপাই পারগত সিং। পাল্টা গুলি চালিয়ে পাকিস্তানের একাধিক সেনা পোস্ট গুঁড়িয়ে দেন ভারতীয় জওয়ানরা।
উল্লেখ্য, এবছর এখনও পর্যন্ত ৭৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাকিস্তান। পাক গুলিতে এখনও পর্যন্ত মারা গিয়েছে মোট ৩৩ জন। এদের মধ্যে ১২ সাধারণ নাগরিক।
আরও পড়ুন-পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত লালু প্রসাদ যাদব