সীমান্তে দুদেশের সেনা কমান্ড্যারদের ফ্ল্যাগ-মিটিং হল আজ

ভারত-পাক বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়নি। তবে সীমান্তে দুদেশের সেনা কমান্ড্যারদের ফ্ল্যাগ-মিটিং হল আজ। লক্ষ্য ছিল, সীমান্তে বাড়তে থাকা উত্তেজনা কম করা। গত  দু-মাসে জম্মু-কাশ্মীরে রেকর্ড বার অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে পাক সেনা। শুধু সেনা ছাউনিই নয়, গোলাগুলি- মর্টার শেল ছুটে এসেছে সীমান্ত সংলগ্ন গ্রামগুলি লক্ষ্য করেও। প্রাণ হারিয়েছেন নিরীহ গ্রামবাসীরা।       

Updated By: Aug 27, 2014, 08:59 PM IST
সীমান্তে দুদেশের সেনা কমান্ড্যারদের ফ্ল্যাগ-মিটিং হল আজ

শীনগর: ভারত-পাক বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়নি। তবে সীমান্তে দুদেশের সেনা কমান্ড্যারদের ফ্ল্যাগ-মিটিং হল আজ। লক্ষ্য ছিল, সীমান্তে বাড়তে থাকা উত্তেজনা কম করা। গত  দু-মাসে জম্মু-কাশ্মীরে রেকর্ড বার অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে পাক সেনা। শুধু সেনা ছাউনিই নয়, গোলাগুলি- মর্টার শেল ছুটে এসেছে সীমান্ত সংলগ্ন গ্রামগুলি লক্ষ্য করেও। প্রাণ হারিয়েছেন নিরীহ গ্রামবাসীরা।       

 ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে এই রোদ, তো এই মেঘ। কখনও যুদ্ধের ছায়া। কখনও শান্তি-সম্প্রীতির বার্তা।  
শপথগ্রহণ অনুষ্ঠানে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আমন্ত্রণ জানিয়ে মৈত্রীর বার্তাই দিতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আশা জেগেছিল, দুহাজার এগারোর মুম্বই সন্ত্রাসের পর থমকে যাওয়া শান্তি আলোচনা হয়ত এবার এগোবে। নতুন দিশা পাবে দুদেশের সম্পর্ক। সেই পথে সেপ্টেম্বরে দুদেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকও ডাকা হয়।

তবে সবকিছু ভেস্তে ভারত-পাক কূটনৈতিক সম্পর্ককে ফের ঠান্ডাঘরে পাঠিয়ে দিয়েছে নিয়ন্ত্রণরেখায় গুলির লড়াই। পাকিস্তানের সেনা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করায় উত্তেজনার পারদ চড়েছে দিন-প্রতিদিন। বাতিল করে দেওয়া হয়েছে বিদেশ-সচিব পর্যায়ের বৈঠক।  গত দেড়মাসে জম্মু-কাশ্মীরে লাইন-অফ-কন্ট্রোলে পঁচানব্বই বার অস্ত্রবিরতি লঙ্ঘন হয়েছে। আন্তর্জাতিক সীমান্তেও পঁচিশ বার লঙ্ঘিত হয়েছে চুক্তি।

সীমান্তে বিএসএফের ছাউনি লক্ষ্য করে শুধু রাতে নয়, দিনেও গোলাগুলি ছুটে এসেছে সীমান্তের ওপার থেকে। হামলার শিকার সীমান্ত সংলগ্ন গ্রামগুলিও। গত সপ্তাহে আরএস পুরা-আর্নিয়া সেক্টরে হামলায় নিহত হন দুই সাধারণ নাগরিক। যাদের মধ্যে ছিল একটি শিশুও। শহীদ হয়েছেন ভারতীয় জওয়ানরাও। বুধবার বিহারের মানেরে শেষকৃত্য সম্পন্ন হয়েছে নিহত লান্স নায়েক ধনঞ্জয় সিংয়ের।

গত পয়তাল্লিশ দিনে যে হারে সীমান্তে অস্ত্রবিরতি লঙ্ঘন হয়েছে, তা গত কয়েক বছরে দেখা যায়নি। এমন ভয়ঙ্কর পরিস্থিতি উনিশশো একাত্তরের পর এই প্রথম বলেও মন্তব্য করেছেন বিএসএফের ডিরেক্টর জেনারেল ডি কে পাঠক।

এই হামলার পিছনে অনুপ্রবেশের ছায়াও দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা। সীমান্তে ভারী গোলাগুলির সুযোগ নিয়ে ওপার থেকে জঙ্গি অনুপ্রবেশ নতুন ঘটনা নয়। গত সপ্তাহে জম্মুতে নিয়ন্ত্রণরেখা লাগোয়া আখনুর সেক্টরে একটি গোপন সুড়ঙ্গের হদিশ পেয়েছে ভারতীয় সেনা। সীমান্তে উত্তেজনার পিছনে পাকিস্তানের অভ্যন্তরীণ সঙ্কটকেও দায়ী করেছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের মতে, টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির সুযোগে পাক সেনা ক্রমশ অতি সক্রিয় হয়ে উঠছে।  এমন উত্তপ্ত পরিবেশেই বুধবার দুদেশের সেক্টর-কম্যান্ডার পর্যায়ের বৈঠক হয়েছে। এই ফ্ল্যাগ-মিটিংয়ের পরও সীমান্ত-পরিস্থিতির কতটা উন্নতি হবে তা নিয়ে সংশয়ে পর্যবেক্ষক মহল।   

 

.