নেতাজিকে ঘিরে কেন্দ্র-রাজ্য সংঘাত, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে 'বাতিল' বাংলার ট্যাবলো

এবার বাংলার থিম ছিল নেতাজি এবং আজাদ হিন্দ ফৌজ

Updated By: Jan 15, 2022, 07:35 PM IST
নেতাজিকে ঘিরে কেন্দ্র-রাজ্য সংঘাত, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে 'বাতিল' বাংলার ট্যাবলো

নিজস্ব প্রতিবেদন: এবার নেতাজি সুভাষচন্দ্র বসুকে (Netaji Subash Chandra Bose) ঘিরে কেন্দ্র-রাজ্য সংঘাত। আসন্ন প্রজাতন্ত্র দিবসের (Republic Day) অনুষ্ঠানে নেতাজি ও 'আজাদ হিন্দ ফৌজ'-এর থিমে ট্যাবলো করার আর্জি রাজ্যের। সূত্রের খবর, বাংলার সেই ট্যাবলো বাতিল করেছে কেন্দ্র। 

যদিও কেন্দ্রের তরফে সরকারি ভাবে রাজ্যকে এখনও কিছু জানান হয়নি। তবে সূত্রের খবর, নেতাজি ও 'আজাদ হিন্দ ফৌজ'-এর থিমে বাংলার ট্যাবলো বাতিল করতে চলেছে কেন্দ্র। অথচ নেতাজিকে (Netaji Subash Chandra Bose) সম্মান জানিয়ে এবার তাঁর জন্মদিন, ২৩ জানুয়ারি থেকেই প্রজাতন্ত্র দিবসের (Republic Day) অনুষ্ঠান শুরু হতে চলেছে। আগেই ওই দিনটাকে 'পরাক্রম দিবস' (Parakram Divas) ঘোষণা করেছে কেন্দ্র। ফলে গোটা বিষয়টা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সাংসদ সৌগত রায় বলেন, "নেতাজিকে অপমান করেছে এটা ক্ষমার অযোগ্য।" প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "এর প্রতিবাদ করছি। কেন ট্যাবলো বাতিল করা হল, রাজ্য়ের জন প্রতিনিধি হিসেবে আমি কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখব।"   

প্রসঙ্গত, গতবারও দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের (Republic Day) অনুষ্ঠানে জায়গা পায়নি বাংলার ট্যাবলো সেবার রাজ্যের থিম ছিল 'কন্যাশ্রী', 'সবুজসাথী' এবং 'জল ধরো, জল ভরো'। শেষ ২০১৯-এ দিল্লির  প্রজাতন্ত্র দিবসের (Republic Day) অনুষ্ঠান দেখা যায় বাংলার ট্যাবলো।

আরও পড়ুন:  UP Assembly Polls 2022: জল্পনার অবসান! উত্তরপ্রদেশ ভোটে গোরক্ষপুর থেকেই লড়ছেন যোগী, প্রার্থী ঘোষণা বিজেপির

আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় দেশে Covid আক্রান্ত ২.৬৮ লাখ, বাড়ল মৃতের সংখ্যাও

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.