UP Assembly Polls 2022: জল্পনার অবসান! উত্তরপ্রদেশ ভোটে গোরক্ষপুর থেকেই লড়ছেন যোগী, প্রার্থী ঘোষণা বিজেপির

প্রথম দু'দফার প্রার্থী ঘোষণা বিজেপির

Updated By: Jan 15, 2022, 02:58 PM IST
UP Assembly Polls 2022: জল্পনার অবসান! উত্তরপ্রদেশ ভোটে গোরক্ষপুর থেকেই লড়ছেন যোগী, প্রার্থী ঘোষণা বিজেপির

নিজস্ব প্রতিবেদন: সমস্ত জল্পনা, কল্পনার অবসান। আসন্ন উত্তরপ্রদেশ ভোটে (UP Assembly Polls 2022) গোরক্ষপুর (Gorakhpur) থেকেই লড়তে চলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। শনিবার উত্তরপ্রদেশ ভোটের (UP Assembly Polls 2022) প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি (BJP)। তাতেই স্পষ্ট হল যে মথুরা বা অযোধ্যা নয়, নিজের কেন্দ্র থেকেই ভোটে লড়বেন যোগী।

প্রয়াগরাজের সিরাথু কেন্দ্র থেকে নির্বাচনে প্রার্থী হচ্ছেন উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। শনিবার প্রথম দফা ভোটের ৫৮টি কেন্দ্রের মধ্যে ৫৭টি এবং দ্বিতীয় দফা ভোটের ৫৫টি কেন্দ্রের মধ্যে ৪৮টির প্রার্থী ঘোষণা করলেন বিজেপি (BJP) নেতা তথা উত্তপ্রদেশ ভোটে বিজেপির পর্যবেক্ষক ধর্মেন্দ্র প্রধান। এই গোরক্ষপুর (Gorakhpur) থেকে পাঁচবারের সাংসদ যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। বর্তমানে উত্তরপ্রদেশ বিধান পরিষদের সদস্য তিনি। এবারই প্রথম বিধানসভা ভোটে লড়বেন। ফলে যোগী কোথা থেকে প্রার্থী হবেন তা নিয়ে জোর জল্পনা চলছিল।

শোনা যাচ্ছিল, উত্তরপ্রদেশে হিন্দুত্বেবাদের কড়া ডোজ দিতে 'হিন্দুত্বের পোস্টার বয়'-কে অযোধ্যা বা মথুরা থেকে প্রার্থী করতে পারে বিজেপি (BJP)। তবে শনিবার প্রার্থী তালিকা ঘোষণার সময় সমস্ত জল্পনায় জল ঢাললেন ধর্মেন্দ্র প্রধান। পাঁচ বছরের যোগী সরকারের কাজের প্রশংসা করেন তিনি। উত্তরপ্রদেশ ভোটে বিজেপির পর্যবেক্ষক বলেন, "কথা দিয়ে কথা রেখেছেন যোগী। পাঁচ বছরে দাঙ্গামুক্ত উত্তরপ্রদেশ গড়েছেন। এখন সরকার গরীবদের উন্নয়নের জন্য কাজ করে।"   

আরও পড়ুন: ১৬ জানুয়ারিকে জাতীয় 'স্টার্ট-আপ' দিবস ঘোষণা প্রধানমন্ত্রী Narendra Modi-র

আরও পড়ুন:  গত ২৪ ঘণ্টায় দেশে Covid আক্রান্ত ২.৬৮ লাখ, বাড়ল মৃতের সংখ্যাও

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.