জমি অধিগ্রহণ বিলে সম্মতি কেন্দ্রের
জমি অধিগ্রহণ বিলে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই বিল অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকার ৮০ শতাংশ জমি মালিকের সম্মতি থাকলে বেসরকারি প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করা যাবে। সরকারি-বেসরকারি যৌথ প্রকল্পে জমি অধিগ্রহণের জন্য ৭০ শতাংশের সমর্থন থাকতে হবে।
জমি অধিগ্রহণ বিলে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই বিল অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকার ৮০ শতাংশ জমি মালিকের সম্মতি থাকলে বেসরকারি প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করা যাবে। সরকারি-বেসরকারি যৌথ প্রকল্পে জমি অধিগ্রহণের জন্য ৭০ শতাংশের সমর্থন থাকতে হবে।
পরিকাঠামো উন্নয়নের জন্য জমি অধিগ্রহণে জমি মালিকের সম্মতির কোনও বিধিনিষেধ থাকছে না। অধিগ্রহণ করা জমিতে পাঁচ বছরের মধ্যে কাজ শুরু না হলে জমির দখল নেবে সরকার। মন্ত্রিসভার অনুমোদন মেলায় বিলটি সংসদের চলতি অধিবেশনেই পেশ করা হবে। আর্থিক উন্নয়নে গতি আনতেও নতুন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বড় মাপের প্রকল্পে ছাড়পত্র দিতে বিনিয়োগ সংক্রান্ত ক্যাবিনেট কমিটি গঠনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এক হাজার কোটি টাকার বেশি খরচের মেগা প্রকল্পের দ্রুত অনুমোদন দেবে এই বিশেষ ক্যাবিনেট কমিটি। কমিটির শীর্ষে থাকবেন প্রধানমন্ত্রী।