দিল্লি ধর্ষণের জের, সারা দেশে বন্ধ হল অনথিভুক্ত সমস্ত অনলাইন ট্যাক্সি পরিষেবা: LIVE
৩টে ৫৫: থাইল্যান্ড সরকারের পরিবহণ দফতর সে দেশে উবার-এর সমস্ত পরিষেবা জরুরীকালীনভিত্তিতে বন্ধের নির্দেশ দিল। পরিবহণ দফতরের আধিকারিকরা জানিয়েছেন সে দেশে বেআইনীভাবে ব্যবসা চালাচ্ছিল এই আন্তর্জাতিক ট্যাক্সি সার্ভিস সংস্থা।
নয়া দিল্লি: ৫টা: সারা দেশে নিষিদ্ধ হল উবার সহ সমস্ত অনথিভুক্ত অনলাইন ট্যাক্সি পরিষেবা।
৩টে ৫৫: থাইল্যান্ড সরকারের পরিবহণ দফতর সে দেশে উবার-এর সমস্ত পরিষেবা জরুরীকালীনভিত্তিতে বন্ধের নির্দেশ দিল। পরিবহণ দফতরের আধিকারিকরা জানিয়েছেন সে দেশে বেআইনীভাবে ব্যবসা চালাচ্ছিল এই আন্তর্জাতিক ট্যাক্সি সার্ভিস সংস্থা।
২টো ১৫: রাজ্যসভায় দিল্লি ধর্ষণ কাণ্ড নিয়ে বিবৃতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। দেশের অনান্য রাজ্যগুলিতেও সরকারকে উবার ক্যাব সার্ভিসের পরিষেবা বন্ধের অনুরোধ করলেন তিনি।
সংসদে তিনি জানিয়েছেন যে গাড়িটিতে ধর্ষণের ঘটনা ঘটেছে তার মালিক ওই ধর্ষক ড্রাইভারই।
২টো: পুলিস সূত্রে জানা গেছে, কাস্টমারদের ঠকানো ও সরকারি আইনভঙ্গের অভিযোগে উবার-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
১টা ৪০: শিব কুমার যাদবকে জিজ্ঞাসাবাদের সময় বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এল। উবার-এর এই ক্যাব ড্রাইভার শুক্রবার রাতে অভিযোগকারিণীকে ধর্ষণের কথা স্বীকার করে নিয়েছে। সে জানিয়েছে নির্যাতিতাকে ধর্ষণের সঙ্গে সঙ্গেই তাঁর উপর শারীরীক নিগ্রহও চালায় সে।
ইতিমধ্যে, যাদবের কাছ থেকে দুটি মোবাইল ও কিছু পোশাক আশাক উদ্ধার করেছে পুলিস। পুলিস জানিয়েছে ২০ দিনের মধ্যে শিব কুমার যাদবের বিরুদ্ধে চার্জশিট দায়ের করা হবে।
১২ টা ৫০: দিল্লি পুলিস প্রধান স্বরাষ্টমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
বেলা ১২টা ৩০: নীতিন গড়কড়ির কথার প্রতিধ্বনি শোনা গেল বিজু জনতা দলের নেতা জয় পান্ডার গলায়। তাঁর মতে এই ভাবে কোনও সার্ভিস নিষিদ্ধ ঘোষণা করে এই ধরণের সমস্যার সমাধান নয়।
১১টা ৪০: কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি উবার-এর নিষিদ্ধকরণের বিরুদ্ধে মত দিলেন।
১১টা ৩০: দিল্লি ধর্ষণ কাণ্ড নিয়ে উত্তাল রাজ্যসভা।
১১টা ৩০: দিল্লি পুলিসের উদ্দেশ্যে একটি নোটিশ জারি করল জাতীয় মহিলা কমিশন। ১৫ দিনের মধ্যে এই ঘটনা সংক্রান্ত রিপোর্ট চেয়ে পাঠাল মহিলা কমিশন।
১১টা ২৫: ধর্ষক ড্রাইভারের বিরুদ্ধে জালিয়াতির মামলা দায়ের। ভুয়ো পরিচয় পত্র দায়ের করার অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে বলে জানালেন দিল্লির পুলিস কমিশনার।
১১টা ১০: সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল গুলিতে অলিপিবিদ্ধ ওনলাইন ট্যাক্সি সার্ভিস বন্ধের পরামর্শ দিলেন রাজনাথ সিং।
১১টা ৫: জাতীয় নিরাপত্তা অ্যাডভাইসার অজিত দোভাল দিল্লির শীর্ষ পুলিস আধিকারিকদের সঙ্গে দিল্লি ধর্ষণ কাণ্ড নিয়ে আলোচনায় বসলেন।
১০টা ৪০: রাজ্যসভায় দিল্লি ধর্ষণ কাণ্ড নিয়ে বিবৃতি দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
১০টা ৩৫: সমস্ত রেডিও ট্যাক্সি সার্ভিসের ড্রাইভারদের ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখার নির্দেশ মুম্বই পুলিসের।
৯টা ৪৫: আজ আবার জিজ্ঞাসাবাদ করা হবে উবার-এর আধিকারিকদের।
৯টা ৪০: উবার কাণ্ডের জের...দিল্লিতে নিষিদ্ধ হল অন্য সমস্ত রেডিও ট্যাক্সি সার্ভিস।